1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
দক্ষিণ হালিশহরে একাডেমি কাপের ওয়াম -আপ ফুটবল ম্যাচে সিনিয়র টিম ৪-০গোলে জয়ী. গাজীপুর জেলা জাসাস এর সদস্য সচিব সোহেল মন্ডলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত. বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওনের যোগদান ঝিনাইগাতীতে ত্রাণসামগ্রী বিতরণ করেন ত্রাণ মন্ত্রালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক-ই-আজম।  বরগুনায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী আল আমিন গ্রেফতার চট্টগ্রাম মডেল স্কুল’র শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ওমর কিন্ডার গার্ডেন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক ও শেরপুর জেলা আঃ লীগের সা:সম্পাদক এড: চন্দন কুমার আটক। বরগুনায় জমকালো আয়োজনে কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোপালগঞ্জে কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

বাঘায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৭৪ জন দেখেছেন

আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ১৭মার্চ ২০২৪ ইং (রবিবার )রাজশাহীর বাঘা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচী গ্রহণ করা হয়। ১৭ই মার্চ (রোববার) সকল সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,

র‍্যালি,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ,সাংস্কৃতিক অনুষ্ঠান
মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আক্কাস আলী, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুল মোকাদ্দেস আলী, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা জোনাব আলী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিটের জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ সূধীজন।

এ সময় বক্তারা বলেন,
জাতীয় শিশু দিবস আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চকে প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। জাতীয় শিশু দিবসে এ বছরের প্রতিপাদ্য—”বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে‘’।
এ সময় বক্তারা আরও বলেন, ‘আমাদের শিশুরাই হবে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের সারথি। শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত করে তাদের ব্যক্তিত্ব গঠন, সৃজনশীলতার বিকাশ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

শেয়ার করুন

আরো দেখুন......