1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ

খুলনার সুন্দরবন করমজলে বাঘের মুখ থেকে রক্ষা পেলো ৩১ জন পর্যটক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা,

২৬/০২/২০২৪ সোমবার বিকেল ৪টার দিকে তাদের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট করমজল এলাকার সুন্দরবনের গহীন থেকে উদ্ধার করা হয়। পথ হারিয়ে প্রায় ৪ ঘন্টা বনের ভিতরে আটকা পড়েছিল এ সকল পর্যটক।

মোংলা থানার ওসি কে. এম. আজিজুল ইসলাম ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সোমবার বেলা ১১টার দিকে বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি কিশোর পর্যটক দল গাড়ি যোগে সুন্দরবনের করমজলে ভ্রমণে আসে। শহরের পিকনিক কর্নার থেকে বোঝাই করে আসা একটি জালী ঘাটে বেঁধে রেখে বন বিভাগের কাউকে কিছু না জানিয়ে পায়ে হেঁটে ছোট্ট একটি জায়গা দিয়ে বনের গহীনে চলে যায় তারা। বনে প্রবেশের কিছু সময় পর ফেরত আসতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে। সেখানে প্রায় ০৩ ঘন্টা চেষ্টা করেও কোন কুল-কিনারা না পেয়ে বাঘ ও বিভিন্ন বন্যপ্রাণীর ভয়ে কম্পিত হয়ে পড়ে।

সর্বশেষ দুপুর ০২ টার দিকে পর্যটকদের মধ্য থেকে ফেরদৌস নামের এক কিশোর বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চায়। এ সময় তার ফোনে চার্জ না থাকায় দ্রুত অন্য পর্যটকদের বেশ কয়েকটি নম্বর সংগ্রহ করে মোংলার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাসসহ থানা পুলিশ। পরে পুলিশ দ্রুত করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরকে অবহিত করলে পুলিশ ও বন বিভাগের যৌথ টিম বনের বিভিন্ন এলাকায় তল্লাশী চালায়। পরে বিকেল ৪টার দিকে তাদের সন্ধান মিলে। তবে দীর্ঘ সময় বনের মধ্যে থাকায় পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন ভয়ে অসুস্থ হয়ে পড়ে। পুলিশ ও বন বিভাগের কর্মীরা পথ হারিয়ে যাওয়া অক্ষত অবস্থায় বনের গহীন থেকে উদ্ধার করতে সক্ষম হয় এ সকল পর্যটকদের। করমজল থেকে বোট যোগে ফেরত এনে পুলিশের সহায়তায় বিকেল ০৫টার দিকে ৩১ পর্যটককে তাদের চিতলমারী উপজেলার নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

উদ্ধারকৃত পর্যটক ফেরদৌস জানায়, আনন্দের ছলে যখন বনে প্রবেশ করি, তখন মনেই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। কিন্ত যখন পথ পাচ্ছিলাম না তখন অনেক ভয় করছিল, তবে সহপাঠিদের সাহস যুগিয়েছি এবং বুদ্ধি খাটিয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চেয়েছি। আগে জানতাম না, জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন দিলে প্রশাসন দ্রুত সহায়তা করে তার প্রমাণ আজ পেয়েছি এবং পুলিশ ও বন বিভাগের সহায়তায় উদ্ধার হতে পেরেছি।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানায়, যে এলাকায় এই ৩১ পর্যটক প্রবেশ করেছে, সেখানে অগ্নেয়াস্ত্রসহ বনরক্ষী ছাড়া কেউ প্রবেশ করে না। প্রায় সময়ই ওখানে বাঘ ও হিংস্র বন্যপ্রাণীর আনা- গোনা রয়েছে। এছাড়া বাঘতো প্রায় সময় ওখানে আসে যা বনরক্ষী অনেকেই দেখেছে, ওখানে বাঘের আবাসস্থল। পর্যটকদের ভগ্যের ফলে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছে। তাই আল্লাহর রহমতে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।
মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন, দুপুরের পর জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন আসে সুন্দরবনের করমজলের ৩১ জন পর্যটক পথ হারিয়ে বনের গহীনে আটকা পড়েছে। বন বিভাগের হাওলাদার আজাদ কবিরকে অবহিত করি এবং মোংলা থানার একদল পুলিশ দ্রুত সেখানে যায়। পরে বনের গহীনে তল্লাশী করে তাদের উদ্ধার করতে সক্ষম হই। পুলিশের সহায়তা সেখান থেকে এনে বিকেল ০৫টার দিকে তাদের নিজ এলাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

সময়:- ০৭.০০ পি.এম.
তারিখ:- ২৭/০২/২০২৪
নাম:- মোঃ ইমানুর রহমান
পদবী:- জেলা প্রতিনিধি খুলনা
মোবাইল নং- ০১৭৪৯-২৪৫৯৩০

শেয়ার করুন

আরো দেখুন......