1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক কোটালীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-৭ ও র‍্যাব-১১ এর যৌথ আভিযানে ০৪ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরতদের উপর গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টা মামলার আসামি সুলাইমান বাদশা আটক। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধার এবং অপহরণের মূলহোতা ও অটোরিক্সা জব্দ সহ অপহরণকারী গ্রেফতার-০৭ র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতা সহ গ্রেফতার-০৩ বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয় বরগুনা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান। চট্টগ্রাম সি ই পি জেড এ কর্মরত তহমিনা নামের এক গার্মেন্টস কর্মী নিখোঁজ

ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বটিয়াঘাটার কৃষিতে বিপ্লব

  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫ জন দেখেছেন

মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা থেকে: খুলনা বটিয়াঘাটা উপজেলার প্রত্যন্ত উপকূলীয় লবণাক্ত এলাকা নাম সুরখালী ইউনিয়ন। যেখানে আবাদি জমির পরিমাণ ৩৫ শ হেক্টর। এখানকার পানি, মাটি ও বাতাস লবণ থাকায় আমন ধান কাটার পর অধিকাংশ জমি পতিত থাকতো শুধু মাত্র পানির অভাবে। জলবায়ু পরিবর্তনের কারণে নদী ও মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। এখানকার মাটিতে ৮ ডিএস/মি: লবণাক্ততা মিলেছে। বৃষ্টি পাতের পরিমাণ ১০ বছর আগের তুলনায় অনেক কমে গেছে। যার ফলে এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে আনা সম্ভব হচ্ছিল না। কিন্তু ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এই ইউনিয়নে ৩০ টি মিনি পুকুর খনন করা হয় এবং আরও ১০ টি পুকুর খনন চলমান রয়েছে। যার ফলে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে মিনি পুকুর ভিত্তিক বিনা চাষে ডিপলিং পদ্ধতিতে ১২ বিঘা জমিতে ভুট্টার চাষ হয়েছে। যার থেকে কৃষকেরা নীট লাভ পেয়েছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা। মিনি পুকুর ভিত্তিক ১৩ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। যার থেকে কৃষকেরা নীট লাভ পেয়েছে এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকা এবং মিনি পুকুর ভিত্তিক ৩৫ বিঘা জমিতে তরমুজের চাষ হয়েছে। যার থেকে কৃষকেরা নীট লাভ পেয়েছে চৌদ্দ লক্ষ টাকা। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে অফসিজন তরমুজের আবাদও বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ সালে ক্লাইমেট -স্মার্ট প্রকল্পের ১০ প্রদর্শনীর মাধ্যমে এই ইউনিয়নের বারোআড়িয়া ও সুন্দরমহল গ্রামে ঘেরের পাড়ে প্রথম অফসিজন তরমুজের আবাদ শুরু করা হয়। প্রদর্শনীর ভালো অবস্থা দেখে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। যার ফলে গত বছর আবাদ হয় ৭৫ বিঘা জমিতে। এবার আরও বৃদ্ধি পেয়ে ইউনিয়নের বারোআড়িয়া, সুন্দরমহল, কোদলা,শম্ভুনগর ও রায়পুর গ্রামে প্রায় ২৭৫ বিঘা জমিতে অফসিজন তরমুজের আবাদ হয়। যা থেকে কৃষকের আয় হয় দুই কোটি বাষাট্টি লক্ষ টাকা। এটা কৃষকদের একটা বড় অর্জন এবং ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে তা সম্ভব হয়েছে। আগামীতে আবাদ আরও বৃদ্ধি পাবে। এক ফসলি জমিকে,দুই ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হয়েছে। আর এ প্রকল্প যদি অব্যাহত থাকে তাহলে কোনো কোনো জায়গায় দুই ফসলি জমিকে তিন ফসলি জমির আওতায় আনা সম্ভব হবে এবং দক্ষিণ অঞ্চলের লবণাক্ত এলাকার কৃষি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে এবং কৃষি বিপ্লব ঘটবে। উপসহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান জানান, ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দক্ষিণ অঞ্চলের উপকূলীয় লবণাক্ত এলাকার কৃষি চাষ। শস্য নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে। তাই কৃষি উন্নয়নের ক্ষেত্রে ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির কোন বিকল্প নেই। এব্যাপারে বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুবকর সিদ্দিক বলেন, আবাদী জমি থেকে বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদনের একটি অন্যতম প্রযুক্তি হিসেবে কাজ করছে ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে বেকার যুবকেরাও কৃষি কাজে ঝুঁকে পড়ছে এবং অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে । সার্বিক বিষয় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন

অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি বলেন,এই পদ্ধতির মাধ্যমে অনাবাদি এক ফসলি জমি আজ দুই বা তিন ফসলে পরিনত হয়েছে। উপজেলার বেশির ভাগ কৃষক এখন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি ব্যহারের দিকে ঝুকে পড়েছে। যে জন্য সারা দেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। আগামীতে এর পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।

শেয়ার করুন

আরো দেখুন......