1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
খুলনার বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত খুলনায় অতিবর্ষনে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা, মৎস্য কর্মকর্তা -জয়দেব পাল। শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্যের ৫৪ তম জন্মদিন পালিত শহীদ জিয়াউর রহমান ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কোটালীপাড়ায় অবৈধ বাঁধ কেটে ১কিলোমিটার খাল দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন বৈষম্যের শিকার এমপিও ভুক্ত কলেজের ল্যাব সহকারীরা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র হত্যা মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় গ্রেপ্তার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

একমাত্র শান্তিতেই উন্নয়ন সম্ভব : বেসামরিক বিমান,পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক- এমপি….

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন,আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ একমাত্র শান্তিতেই উন্নয়ন সম্ভব। আমরা সন্ত্রাসী জনপদ চাই না। যারা এধরনের লজ্জাজনক কর্মকাণ্ড করেছে তারা নিজেরা লজ্জিত হবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের মত বিনিময় সভা ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনত্তোর শান্তি সমাবেশ শেষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল ও সহ-সভাপতি সিরাজসহ নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। তারা হামলা করে জঘন্যতম কাজ করেছে। আমাদের সমাজে বসবাস করার মতো যোগ্য তারা নয়। তারা শান্তি চায় না, তারা অশান্তি চায়। এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে আরও শক্তিশালী হতে হবে।

মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে পৌর আওয়ামী লীগ সম্পাদক লুৎফর রহমান মোল্যার সঞ্চালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার,

মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, হুজ্জাত হোসেন লিটু মিয়া, সিরাজুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, সাব্বির খান, উপজেলা মহিলা লীগের সভাপতি নেত্রী তাপসি বিশ্বাস দুর্গা, পৌর আওয়ামী লীগ নেতা নাইমুল হাকিম জুম্মান, শাহিনুজ্জামান মিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মত বিনিময় সভা শেষে ৩৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ হাজার ও ৫ হাজার করে মোট এক লাখ পঁচাত্তর হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো দেখুন......