1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
খুলনার বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত খুলনায় অতিবর্ষনে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা, মৎস্য কর্মকর্তা -জয়দেব পাল। শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্যের ৫৪ তম জন্মদিন পালিত শহীদ জিয়াউর রহমান ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কোটালীপাড়ায় অবৈধ বাঁধ কেটে ১কিলোমিটার খাল দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন বৈষম্যের শিকার এমপিও ভুক্ত কলেজের ল্যাব সহকারীরা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র হত্যা মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় গ্রেপ্তার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

বেকার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হল এক্স-ক্যাডেটস পুনর্মিলনী ২০২৪

  • আপডেট সময়ঃ শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৪ জন দেখেছেন

মোঃ আসাদুল ইসলাম, ঢাকা থেকে,, ০২ ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ টায় ঢাকা, মহাখালী, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে, বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) আয়োজনে, বেকার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বাংলাদেশের UTC,UOTC & BNCC এর ক্যাডেট এবং সাবেক ক্যাডেটদের নিয়ে এক্স-ক্যাডেটস পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়।

কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়,জাতীয় পতাকা উত্তলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

মোঃআসাদুজ্জামান সাগর, সচিব জাতীয় নির্বাহী পরিষদ বেকা এর সঞ্চালনায় এবং ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ) এ কে এম শাজাহান খান, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল( অবঃ) ফারুক খান এমপি, মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেকার যে মূল মন্ত জনগণের সেবা করা, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাই এর মাধ্যেমে আমরা ইহকাল পরকাল, দুই ও কালের আমারা লাভমান হব, তিনি আরো বলেন আপনারা যেভাবে কাজ করেছেন এগুলো আমাদের বাস্তবিক জীবনে আমাদের প্রাকটিক্যাল জীবনে আমাদের বিভিন্নভাবে সাহায্য করে সেই হিসেবে আপনাদের অভিনন্দন জানাই আপনাদের জীবনের পারম্ভেই আপনারা ক্যাডেট হিসেবে কাজ করেছেন এবং সেই কোয়ালিটি গুলি সেই গুণাবলী গুলি অর্জন করেছেন,  তা জনগণের সেবার মাধ্যমে অব্যাহত রেখেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জাতীয় নির্বাহী পরিষদ বেকার সম্মানিত যুগ্ম মহাসচিব,বর্তমানে বেকার মুখপাত্র মোহাম্মদ মহাবুব আলম ব্রিগেডিয়ার জেনারেল ( অবঃ)  জি এম কামরুল ইসলাম, এন ডি সি  পিএস সি, বিএনসিসি সাবেক মহাপরিচালক,

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা),জাতীয় নির্বাহী পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ নুরুল হুদা ডিউক,প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফিরোজ আলম, কেন্দ্র নির্বাহী পরিষদের সম্মানিত মহাসচিব কর্নেল  ( অবঃ) আলাউদ্দিন গাজী, অনুষ্ঠানে, সারা বাংলাদেশ থেকে ২০০০ এক্স-ক্যাডেটস সহ বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)জাতীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একজন শহীদ মুক্তিযোদ্ধা এক্স ক্যাডেট সহ পাঁচজন বিশিষ্ট এক্স ক্যাডেটকে সমাজে অবদান রাখার জন্য এক ক্যাডেট ২০২৪ প্রদান করা হয়, তারা হলেন, শহীদ ক্যাডেট কর্পোরাল মেজবাহ উদ্দিন নওফেল মরণোত্তর, বিএনসিসি হতে ক্যাপ্টেন ঈশা আলী, দেখা জাতীয় নির্বাহী পরিষদ হতে এক্স সি ইউ ও মোহাম্মদ আব্দুর রহমান, সমাজে একসাথে অবদান এক্স সি ইউও মেজবাহ উদ্দিন আহমেদ, নিবেদিত হয়ে এক্স ক্যাডেট হিসেবে বিশেষ অবদানের জন্য, এক্স সি ইউ মুক্তা চৌধুরী ৪৫টি জেলা ইউনিটের মধ্য ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১২ টি জেলা ইউনিট কে অন্যান্য কেশ প্রদান করা হয়,

জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হয় এক্স-ক্যাডেটস পুনর্মিলনী ২০২৪।

শেয়ার করুন

আরো দেখুন......