মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
জাকারিয়া হোসেন, বিশেষ প্রতিনিধিঃবন্দর নগরী চট্টগ্রাম ইপিজেড এলাকার কলশি দীঘি রোডের যানজট কমাতে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। দুই পাশে ফুটপাত ও ড্রেনসহ নির্মাণাধীন সড়কটির দৈর্ঘ্য হবে ২৪০০ মিটার এবং প্রস্থ হবে ১১ মিটার।
গত রোববার ২৮/১/২০২৪ তারিখে ৩৮ নং ওয়ার্ড এবং দক্ষিণ মধ্যম হালিশহরের ইপিজেড মোড় হইতে চান্দারপাড়া ময়লার ডিপো পর্যন্ত রেলবিট সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মেয়র বলেন, শেখ মুজিব সড়কের বিকল্প সড়ক হিসেবে গড়ে উঠা এই সড়কটি হলে ইপিজেড, আনন্দবাজার এবং আগ্রাবাদে যানজট কমবে। বিশেষ করে এ এলাকাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে ঘরে মানুষের ভোগান্তি অনেকাংশে কমাবে এ সড়ক।
আমি যখন চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর দেখলাম পিসি রোডের কাজ বন্ধ হয়ে আছে, মানুষ মারা যাচ্ছিল দুর্ঘটনায়। আমি নিজে ঝুঁকি নিয়ে সে সময় দায়িত্বে অবহেলা করা ঠিকাদারদের বাতিল ও জরিমানা করে দ্রুত সময়ে পিসি রোড সম্পন্ন করেছি। এ ওয়ার্ডে ৬০ কোটি টাকার কাজ চলছে, আরো ১০০ কোটি টাকার প্রকল্প দেব। এ ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ বলেন, দেশের অন্যান্য সংসদীয় আসনের তুলনায় চট্টগ্রাম ১১ আসন খুবই গুরুত্বপূর্ণ তাই এ আসন যার হাতে নিরাপদ তার হাতেই মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দেন। রেজাউল করিমকে প্রধানমন্ত্রী মেয়রের দায়িত্ব দিয়েছেন এবং প্রধানমন্ত্রী আমাকে চতুর্থবারের মতো সংসদ সদস্য মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী মেয়র রেজাউলকে চট্টগ্রামকে ঢেলে সাজানোর জন্য আড়াই হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছেন। প্রকল্পের আওতায় আমার আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্যানেল মেয়র আফরোজা জহুর, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আলী, মঞ্জুর কাদের, জাহেদুল আলম, শফিকুল ইসলাম বাচ্চু, মো. এসহাক, মো. বেলাল উপস্থিত ছিলেন।