রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
পারভেজ রানা,বিশেষ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনায় জেলায় দুটি আসনে প্রস্তাবকারী ও সমর্থনকারীর উপস্থিতিতে ২১ জনে ২২ টি মনোনয়নপত্র বাছাই করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাঃ রফিকুল ইসলাম।
রবিবার (৩ ডিসেম্বর ) সকাল১১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় সুবর্ণ জয়ন্তী হলরুমে এ মনোনয়ন পত্র বাছাই করা হয়। (বরগুনা সদর, আমতলী, তালতলী) নিয়ে ঘটিত বরগুনা -১ আসনে ১১ জন প্রর্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থী মোঃ জাহাঙ্গীর কবির(জাকের পার্টি) মাহবুবুর রহমান অভি (এনপিপি) মোঃ মাসুদ কামাল (বিএনএম),ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (আওয়ামী লীগ),গোলাম সরোয়ার টুকু (সতন্ত্র), মোঃ খলিলুর রহমান (জাতীয় পার্টি) মোঃ ইউনুস সোহাগ (তৃণমূল বিএনপি) শাহা মোঃ আবুল কালাম(তরিকত ফেডারেশন), গোলাম সারোয়ার ফোরকান (স্বতন্ত্র), প্রাথমিক ভাবে মোঃ খলিলুর রহমান (সতন্ত্র) মোহাম্মদ নুরুল ইসলাম (স্বতন্ত্র) প্রার্থী মনোনয়নপত্র বাতিল করেছে।
(পাথরঘাটা,বামনা, বেতাগী) নিয়ে গঠিত বরগুনা -২ আসনে ১১ জনের মধ্যে ৩ জনের প্রার্থীতা প্রথমিক ভাবে বাতিল করা হয়েছে। তারা হলেন হলেন মিজানুর রহমান (জাতীয় পার্টি) মোঃরফিকুল ইসলাম ( স্বতন্ত্র),মোঃ আব্দুর রাজ্জাক (কংগ্রেস) এবং বৈধ প্রার্থীরা হলেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (বিএসপি), মোঃ কামরুজ্জামান লিটন (তৃণমূল বিএনপি)মোঃ মিজানুর রহমান( কংগ্রেস), ডঃ আব্দুর রহমান (বিএনএম) ,শাহ মোঃ আবুল কালাম ( তরিকত ফেডারেশন),সুলতানা নাদিরা (আওয়ামী লীগ), মোহাম্মদ হানিফ শিকদার (জাকের পার্টি), জাকির হোসেন (ওয়ার্কার্স পার্টি)।