রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদলগাছী মহাদেবপুর আসনের মনোনয়ন পত্র দাখিল মাঠে শুধু আওয়ামী নেতারা ।
জানাগেছে নওগাঁ-৩ আসনটিতে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আওয়ামী লীগের নৌকার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী, বদলগাছী উপজেলা সহকারী রিটানিং অফিসে শত শত নেতা নেতা-কর্মীর বহর ও সমর্থক সহ মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউনের মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করে শান্তিপূর্ণ ভাবে ফিরে যান।
মনোনয়ন পত্র উৎসব মুখরভাবে দাখিল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুধু আওয়ামী লীগের নির্বাচনি আমেজ লক্ষ করা যাচ্ছে। অন্যাঅন্য প্রার্থীদের তেমন কোন নির্বাচনী উৎসব আমেজ দেখা যাচ্ছে না।
এআসনে ১১ জন প্রার্থীর মধ্যে বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার মহাদেবপুর সহকারি রিটার্নিং অফিসারের নিকট উৎসব মূখর পরিবেশে নেতাদের বহর নিয়ে মনোনয়ন পএ দাখিল করেন। , আবার অনেই জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
নওগাঁ ৪৮/০৩ আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ও নতুন মুখ সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার (সেলিম),
আওয়ামীলীগের সাবেক এমপি ও সদ্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম মায়া চৌধুরী স্বতন্ত্র প্রার্থী,
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মাহবুব মান্নাফ শুভ।
আওয়ামী লীগ কে সমর্থন করেন এবং বর্তমান বদলগাছী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী বাংলা চলচিত্রের কৌতুক অভিনেতা ও ইউটিউবার শাহিনুর রহমান চিকন আলী, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ রানা ,বদলগাছী উপজেলার সবেক যুবদলের সভাপতি সোহেল কবির চৌধুরী তৃণমূল বিএনপি’র প্রার্থী , স্বপন কুমার দাস এনপিপির প্রার্থী , জাবেদ আলী বিএনএফ এর প্রার্থী , আলাল হোসেন জাকের পার্টির প্রার্থী , ফিরোজ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পএ দাখিল করেছেন। কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মি বাদে অন্য কোন প্রার্থীর নেতারা মাঠে নেই।
নেই মাঠে নির্বাচনী প্রবল হাওয়া । বদলগাছী উপজেলা নির্বাচন অফিসার সেজার উদ্দিন জানান সকল প্রাথীদের শান্তি শৃঙ্খলা রক্ষা সহ নির্বাচন সঠিক উপহার দিতে স্বচেষ্টা অব্যাহত রাখব।কতিপয় আওয়ামী লীগ নেতাদের কাছে জানতে চাইলে তিনারা বলেন, আগামী ১৭ তারিখ নেএীর সিদ্ধান্ত ও বক্তব্যের পর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীতের পক্ষে বিপক্ষে অবস্থানের ইতিহাস পরিস্কার বোঝা যাবে। বদলগাছী
উপজেলার জাতীয় পার্টি নেতারা মাঠে নেই, জানতে চাইলে তিনারা বলেন, মাঠে খেলার মতো পরিবেশ বিবেকের কাছে দোলা দেয়। নির্বাচনী মাঠে বারংবার আওয়ামী লীগের সাথে জোট করে কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোব। এইজন্যই পরিবেশ দেখার অপেক্ষায় উপজেলা জাতীয় পার্টির নেতারা।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ