1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
খুলনার বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত খুলনায় অতিবর্ষনে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা, মৎস্য কর্মকর্তা -জয়দেব পাল। শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্যের ৫৪ তম জন্মদিন পালিত শহীদ জিয়াউর রহমান ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কোটালীপাড়ায় অবৈধ বাঁধ কেটে ১কিলোমিটার খাল দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন বৈষম্যের শিকার এমপিও ভুক্ত কলেজের ল্যাব সহকারীরা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র হত্যা মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় গ্রেপ্তার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

৯৯৯ কল অতঃপর উদ্ধার যশোর অভয়নগর ও বসুন্দিয়া সীমান্তে কৃষককের পরিবারের ওপর হামলার অভিযোগ আহত – ০৫

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২ জন দেখেছেন

বিভাগীয় প্রধান খুলনা :-
যশোর অভয়নগর ও বসুন্দিয়া সীমান্তে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র্র করে এক কৃষক ও তার পরিবারের সদস্যদের মারপিট করা হয়েছে। আহত হয়েছেন পরিবারের সদস্য মোট ৫ জন। এসময় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী শাখাড়িপাড়া অভয়নগর সীমান্তের এলাকায়। এ ঘটনায় ঘুনি শাখাড়িপাড়ার কৃষক বাবু( ৪৫) বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের বিবরনী সুত্রে জানা গেছে, ঘুনি এলাকার রাজ্জাকের ছেলে বাবু ২৫ শতক জমির উপর ফুলকপির আবাদ করে আসছে ।এক মাস বয়সি ফুলকপি পরিচর্যা করে দেখভাল করে বড় করেছেন। এ সময় আসামিরা লুৎফর মোল্লার ছেলে হোসেন মোল্লা (৫০) হোসেন মোল্লার ছেলে সালাম মোল্লা (২০) মানিক মোল্লা (২৮) খাদিজা (১৮) স্ত্রী হালিমা (৪৫) তাদের ছাগল দিয়ে বেশ কয়েকদিন যাবৎ উদ্দেশ্যে প্রনোদিতভাবে ফসল নষ্ট করে আসছেন ।কৃষক বাবু কয়েকবার তাদের বাড়িতে যেয়ে বলে। যাতে ছাগল ছেড়ে ফসল নষ্ট না করে সে অনুরোধ জানায়। এরপরও তার কথায় তারা কর্নপাত করে না। গত ৩০/১১/২৩ বৃহস্পতিবার দুপুরে আসামিদের পালিত ১৫-২০ টি ছাগল আবার ফসল নষ্ট করতে থাকে।এসময় তার অর্ধেক ফসল ছাগলে খেয়ে ফেলে ।পরে বাবু ছাগল গুলো তাড়িয়ে তার মধ্যে থাকা একটি ছাগল বাড়িতে নিয়ে আসে।পরে সব আসামীরা কৃষক বাবুর বসত বাড়িতে প্রবেশ করে লোহার রড লাঠিসোটা মারপিট শুরু করে।এতে কৃষক বাবু সহ বাবুর বৃদ্ধ মা ফাতেমা বেগম,২ ভাইয়ের স্ত্রী সহ,প্রতিবেশি মনোয়ারা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়।এর মধ্যে বাবুর ছোট ভাই ঠেকাতে আসলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে। স্থানীয়রা তাকে সহ পরিবারের সদস্যদের উদ্ধার করে যশোর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে বাবু বলেন, হোসেন মোল্লা গং এর ছাগল আমার ফুলকপি সহ অন্যান্য ফসলের ক্ষতি সাধন করে আসছেন।তাতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ধারদেনা করে চাষাবাদ করে আসছি।আসামিরা পূর্বপরিকরল্পিতভাবে বাশের লাঠি ও লোহার রড নিয়ে বাড়িতে প্রবেশ করে আমি সহ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশিদের মারপিট করে জখম করে এবং প্রানে মেরেফেলার হুমকি দিয়ে বেরিয়ে যায়।এ বিষয়ে হোসেন মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার ছাগল বাবুর ফসলের ক্ষেত নষ্ট করে এবং আমার ১ টি ছাগল আটকে রাখে,।ছাগল আনতে গেলে বাবু বেশি কথা বলে যার কারনে আমার পরিবারের সদস্যরা তাদের মারপিট করে।এ বিষয়ে বসুন্দিয়া পুলিশ ফাড়ির উপ পরিদর্শক এ এস আই সাইফুল ইসলাম জানান, সরকারি সহায়তা ৯৯৯ তে কল পেয়ে দ্রুত আমি ঘটনা স্থাল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগীদের কোতোয়ালি থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি,দোষীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

আরো দেখুন......