1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র হত্যা মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় গ্রেপ্তার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অস্ত্র হাতে নিয়ে নাশকতা সৃষ্টিকারী, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী,মাদক সম্রাট, গ্যাং লিডার,যুবলীগ কর্মী,কিলার ফয়সাল গ্রেপ্তার। পতেঙ্গা থানায় হামলা,ভাংচুর ও সী বীচে চাঁদাবাজীর অভিযোগে মাসুদ করিম গ্রেপ্তার। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ গ্রেফতার। বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১

শেরপুর তিন আসনের টানা তিনবারের এমপি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত।

  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৬৬ জন দেখেছেন

জানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীরবর্দী উপজেলা নিয়ে গঠিত শেরপুর তিন আসনের আওয়ামীলীগের দলীয় টিকেটে টানা তিনবারের এমপি আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক চান এবার দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।তার আপন ভাই ১৯৯৩ সালে বিএনপির এমপি ডা: সেরাজুল হক সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করলে এই আসন থেকে বিএনপির টিকেট চেয়ে বঞ্চিত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিতে মরিয়া হয়ে রাজনীতির মাঠে কাজ শুরু করেন। ২০০৮ সালে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়ে কপাল খুলে যায় এ,কে,এম ফজলুল হক চান এর।টানা তিনবারের এমপির দায়িত্ব পালন করে দুই উপজেলায় দলের মধ্যে ব্যাপক গ্রুপিং সৃষ্ঠি করে তার পক্ষে এক বলয় তৈরী করেন।জননেত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তার ধারাবাহিকতায় ঝিনাইগাতীতে উন্নয়ন হয়েছে।তার দ্বারায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন চোখে পড়ার মতো নয়।তার বলয়ের লোকজনকে কাছে নিয়ে দলকে বিতর্কিত করে তুলেছেন । আওয়ামীলীগের মূল দলকে পাস কাটিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্য করেছেন।১৫ বছরে দায়িত্ব পালন করে ডিও লেটার বাণিজ্য করেছেন বলে জনশ্রুত রয়েছে।শেষ সময়ে এসেও সাংবাদিকদের ডিও লেটার দেওয়ার ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। সাংবাদিকরা তিনার খবর বর্জন করেন।কলেজ সরকারী কারণে সকল প্রতিষ্ঠানে ডিও প্রদান করেন একাধিক ভাবে আলোচনায় আসে।এমন কি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে তার লোক রাখার জন্যে এবং কি সামান্য ব্যাপারেও ডিও লেটার প্রদান করেছেন।বিভিন্ন বরাদ্বও বৈষম্য করে কাছের লোককে পাইয়ে দিয়েছেন।১৫ বছরে আমজনতা ও দলীয় নেতাকমীর্রা তার নিকট ভিড়তে পারেনি।তিনি অংঙ সহযোগী সংগঠনের ২/৩ টি দলের সভাপতি/ সাধারণ সম্পাদকের সূযোগ সূবিধা দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন।তার নিকট দেখা করতে গেলে নিকটত্ব লোক ধরে ধর্ণা দিয়ে দিনের পর দিন অপেক্ষা করেও দেখা করতে হতো।তিনি এলাকায় আসলে কাছের লোক ব্যাতীত কারও সাথে কথা বলতো না। বয়সের ভারে কারও সালামও নিত না।মাঠ পর্যায়ের জরিপে গোয়েন্ধাদের ও সাংবাদিকদের রিপোর্টে এবার তার পক্ষে না যাওয়ার ফলে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন । শেরপুর তিন আসনে মনোনয়ন পরির্বতন হওয়ার ফলে আওয়ামীলীগের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছেন।দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন দলীয় মনোনয়ন প্রাপ্ত এডিএম শহিদুল ইসলামের নিকট দলীয় নিতাকমীর্রা দলের কতিপয় দালাল বাটপার ও হাইব্রিড থেকে দূরে থেকে নির্বাচন পরিচালনা করার আহবান রেখে নৌকার বিজয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো দেখুন......