1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
খুলনার বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত খুলনায় অতিবর্ষনে মৎস্য খাতে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা, মৎস্য কর্মকর্তা -জয়দেব পাল। শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্যের ৫৪ তম জন্মদিন পালিত শহীদ জিয়াউর রহমান ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে কোটালীপাড়ায় অবৈধ বাঁধ কেটে ১কিলোমিটার খাল দখল মুক্ত করলেন উপজেলা প্রশাসন বৈষম্যের শিকার এমপিও ভুক্ত কলেজের ল্যাব সহকারীরা শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র হত্যা মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় গ্রেপ্তার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযানে  গ্রেফতার-১৩

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৫৬ জন দেখেছেন

মোস্তাফিজুর রহমান,বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাগজপুকুর গ্রামের মৃত ইমাম মোল্লার ছেলে মো. রুস্তম মোল্লা (৪৫), নারায়নপুর গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে মো. রফিকুল ইসলাম (২৫), ভবারবেড় গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ইমন হোসেন রাব্বি (২০), একই গ্রামের আবুল কালামের ছেলে মো. বিপ্লব হোসেন, কাগমারী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে মো. মাসুদ রানা (২২), সাদিপুর বাগদাপাড়া গ্রামের মৃত সলেমান মোড়লের ছেলে মো. লিটন হোসেন (৩২), নাভারণ এলাকার মৃত আব্দুল রবের ছেলে মো. কবির হোসেন (৩২), ভবারবেড় গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৫০), বড় আঁচড়া গ্রামের কিসমত আলী মোড়লের ছেলে মো. রিপন মোড়ল (৩২), বড় আঁচড়া গ্রামের মৃত খোকা সরদারের ছেলে মো. শরীফ সরদার (২৯), সাদিপুর গ্রামের মৃত শামসুজ্জোহার ছেলে মো. শাহারুল ইসলাম (৩৫), পোড়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মো. রাশেদ আলী (৪২) ও সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের ছব্বত আলীর ছেলে মো. মাহবুব রহমান (২০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......