বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন
মহিদুল ইসলাম (শাহীন)খুলনা থেকে,
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের উদ্যোগে “সমাজকল্যাণ মুলক সংগঠনের ব্যবস্হাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন ” শীর্ষক ৯ম কোর্সের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ২,৩০ অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২২৪/১ নিউ ইস্কাটনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের (উপসচিব) অতিরিক্ত পরিচালক মোঃ মুখলেসুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উপপরিচালক (প্রশাসন) ভবেন্দ্র নাথ বাড়ৈ,
সমাজকল্যাণ পরিষদের উপপরিচালক (মুল্যায়ন) এবং ট্রেনিং কোর্সের সমন্বয়কারী ফারহানা আক্তার,সামজ কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হারুনার রশীদ প্রমুখ।
এসময় ৯ম ব্যাচে অংশ করা স্বেচ্ছাসেবী সংগঠনে সুশান্ত কুমার সরকার খুলনা,মোঃ জাকির হুসাইন পিরোজপুর, আলমগীর হোসেন জামালপুর,মোঃ মহিদুল ইসলাম শাহীন খুলনা, নুরেহুদা পরাগ বগুড়া, উজ্জ্বল মিয়া জামালপুর, আয়সা সাইদা জামালপুর, জুয়েল হাওলাদার বাগেরহাট, সিফাত খান নোয়াখালী, নুর আলম বগুড়া,আবু সালেহ পটুয়াখালী, তন্নি আক্তার বাগেরহাট,মোঃ কাওছার পটুয়াখালী,হাসিবুল হাসান বগুড়া,ইয়াসিন আরাফাত নোয়াখালী, রোকনুজ্জামান রংপুর,মোহাম্মদ আলী বরিশাল,বেলাল হোসেন রংপুর,আদিলুর রহমান মুন্সিগন্জ,সেলিম হোসাইন ঢাকা,হারুন অর রশিদ ঢাকা, কমর উদ্দিন চৌধুরী সিলেট, শহিদুল ইসলাম গাইবান্ধা, সুমনা খাতুন গাইবান্ধা, মেহেরুন নেছা নিতু ঢাকা, দীাপান্জলি জামালপুর,চাঁদ মিয়া রংপুর,জাকির হোসেন ঢাকা,আজিজুল হক ঢাকা, মোঃ জসিম সিরাজগঞ্জ,মোঃ শাওন সিরাজগন্জ,মোঃ সোহেল মিয়া হবিগঞ্জ, আরিফুল ইসলাম, আঃ হাকিম, সবুজ আহমেদ চাঁপাইনবাবগঞ্জ প্রমুখ। এসময়ে ১৮ টি জেলার ৩৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৫ জন সমাজকর্মী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ কারি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুল্যায়ন পরিক্ষায় ১ম,২য় এবং ৩য় স্হান অধিকার করায় তিন জনকে পুরস্কৃত করেন এবং ৩৫ জন সকলকে সার্টিফিকেট প্রদান করেন।