1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
র‌্যাব-৭ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ছাত্র হত্যা মামলার সশস্ত্র পলাতক আসামি জোবায়ের হোসেন প্রকাশ হৃদয় গ্রেপ্তার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অস্ত্র হাতে নিয়ে নাশকতা সৃষ্টিকারী, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী,মাদক সম্রাট, গ্যাং লিডার,যুবলীগ কর্মী,কিলার ফয়সাল গ্রেপ্তার। পতেঙ্গা থানায় হামলা,ভাংচুর ও সী বীচে চাঁদাবাজীর অভিযোগে মাসুদ করিম গ্রেপ্তার। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ গ্রেফতার। বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১

গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচরের সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চতুর্থ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৭৮ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচরের সূর্যকান্ত জানকি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চতুর্থ তলা একাডেমিক ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করেন, মঙ্গলবার ১৪ নভেম্বর,সকালে আনুষ্ঠানিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় উক্ত স্কুলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন।

চতুর্থ তলা বিশিষ্ট নতুন অ্যাকাডেমিক এ ভবনের উদ্বোধন করা হয়। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ কাজ বাস্তায়ন করেছে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণার পরে সূর্যকান্ত জানকি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনিমিত ভবন উদ্বোধনের পর স্কুল প্রাঙ্গনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ এবং শোকাবহ আগস্ট মাসকে সকলের বুকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়।

সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি সমীর মন্ডল বলেন আজ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার অনেক নজির আমরা দেখতে পাই।
সেই পাকিন্তানের জনগণই তাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি করে, আমরা সুইজারল্যান্ড হতে চাই না,আমরা বাংলাদেশের মতো রাষ্ট্র চাই।
এটি আমাদের জন্য কতো বড় গৌরবের কথা! বাংলাদেশের অগ্রগতি আজকে পাকিন্তান স্বীকার করে, কিন্তু আমাদের দেশের কিছু ষড়যন্ত্রকারীরা স্বীকার করতে চায় না। পদ্মাসেতুর মতো বড় কর্মযজ্ঞ প্রমাণ করে, আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে। এসব কিছুই বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার অবদান। এটি অস্বীকারের কোন সুযোগ নেই।
গোপালগঞ্জ-১ আসনটি শিক্ষাখাতে মুহাম্মদ ফারুক খান এমপি এর উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ফারুক খান সবসময় আমাদের নতুন প্রজন্মের কথা চিন্তা করে। এমন কিছু করে যাওয়ার চেষ্টা করে যেটি ভবিষ্যৎ প্রজন্মের কাজে আসে। শিক্ষা খাতে গোপালগঞ্জ-১ আসনের চিত্রই পাল্টে গেছে। সরকার সব সময় ফারুক খান এমপি মহোদয়কে এসব বিষয়ে সহযোগিতা করেছে। আমাদের এলাকার ছেলে মেয়েরা সুন্দর আধুনিক পরিবেশে যাতে শিক্ষার আলো গ্রহণ করতে পারে এটিই ফারুক খানের স্বপ্ন। ফারুক খান সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের ভালোবাসায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমীর মন্ডলের সভাপতিত্বে,উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সূর্যকান্ত জানকি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বালা, সহকারী শিক্ষক তাপস রায়ের সঞ্চালনায়।

এসময় বক্তব্য রাখেন ভূমি দাতা নিরঞ্জন মন্ডল,অধ্যক্ষ সমীর শাখারী, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক সরকার,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রকিম বৈরাগী, রনজিৎ বালা শিক্ষার্থী সুহীনা হালদার, শিক্ষার্থী ঐশ্বর্য মন্ডল ও স্কুল কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

প্রধান অতিথি, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীমতি বিভা রানী মন্ডল বক্তব্যে বলেন, যে মাসটিতে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল ওই মাসটি আমাদের বাঙালি জাতির জন্য বড়ই বেদনার মাস, আগস্ট মাস অত্যন্ত বেদনা ও কষ্টের মাস। আগস্ট মাসেই স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিজুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। স্বাধীন বাংলাদেশকে যারা ফের পাকিস্তানী ভাবধারায় ফেরানোর ষড়যন্ত্র করছিল তারাই মূলত সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে এনে তারই নেতৃত্বে দেশকে আবারও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন ফকরু খান এমপি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের পক্ষে ও নৌকা মার্কায় সকলের কাছে ভোট চেয়ে প্রার্থনা করেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং এলাকার জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো দেখুন......