বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি:-বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন শরিয়তপুর জেলায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যালয় আজ ১৪ই নভেম্বর ২০২৩ মঙ্গলবার বেলা ১২ টার সময় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোঃ মনির খাঁন কে সভাপতি এবং মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুর রহমান ইদ্রিস ,সহ সভাপতি- মোঃ মুক্তার মাদবর এর নাম ঘোষণা করেন।
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন শরিয়তপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মোঃ ইকবাল ফারুক,ডি.এম মাসুদ দেওয়ান ও মোঃ নূর ইসলাম মাদবর
সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন হাওলাদার ,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ,দপ্তর সম্পাদক মাষ্টার আজাদ, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ,ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আল মালেক, নিবার্হী সদস্য মোঃ আল আমিন হোসেন,মোঃ মনির হাসান,মোঃ কাজল মাদবর
শরিয়তপুর জেলা কমিটিতে যারা আছেন তারা শরিয়তপুর জেলায় যতগুলো থানা আছে তরুণ যুবক ও সক্রিয় সচেতন ব্যক্তিদের নিয়ে মানব সেবায় কাজ করবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন রনি বলেন, শরিয়তপুর জেলা কমিটি করা হয়েছে আমি শুনে আনন্দিত, শরিয়তপুর জেলায় মানব কল্যাণের কাজ করতে আমি সব রকম সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেওয়ান মোঃ সাইফুর রহমান বাসার বলেন, শরিয়তপুর জেলা কমিটি অনেক সুন্দর হয়েছে, আমি নিজের একক প্রচেষ্টায় ঢাকা ও শরিয়তপুর জেলা কমিটি করতে সক্ষম হয়েছি।সবাই যদি নিজ জেলায় কমিটি করার উদ্যোগ গ্রহণ করে আমার মনে হয় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কাজ ও প্রচার সারা বাংলাদেশে ছড়িয়ে পরবে ইনশাআল্লাহ। আমি শরিয়তপুর জেলা কমিটির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শরিয়তপুর জেলা কমিটি করা হয়েছে সুন্দর সুশৃঙ্খল ভাবে কর্মঠ সুশিক্ষিত তরুণ যুবকদের কে নিয়ে। শরিয়তপুর জেলার সকল থানায় কমিটি গঠন করে দৃষ্টান্তণ স্থাপন করার আহ্বান জানিয়ে শরিয়তপুর জেলার কমিটির সকল মানব সেবায় নিবেদিত প্রাণ প্রিয় সদস্যের কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান।