রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে নভেম্বর ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন,কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি)আশরাফুল কবীর,পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু,আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম,নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত সভায় আসন্ন বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও নাশকতারোধে নিরাপত্তা জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।
সেইসাথে উপজেলা শহরে যানজট নিরসনসহ নানা বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উপস্থিত সদস্যরা অভিমত ব্যক্ত করেন।
একইদিনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ,উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, উপজেলা নারী ও শিশু পাচাররোধ/নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।