বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি,( ময়মনসিংহ:-
ফুলপুর থানায় নব যোগদানকারী অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল এর সাথে রোববার রাত ৭:৩০ দিকে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্য রাখেন নব যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সোহেল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ওসি (তদন্ত) মোঃ বন্দে আলী। এসময়
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক ফুলতারা সম্পাদক নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন।
সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, ছাইদুল ইসলাম মোবারকী, এবং সহ-সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তপু রায়হান রাব্বি, মানবাধিকার সম্পাদক মফিদুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক বাহার উদ্দিন, সাংবাদিক উজ্জল চৌধুরী, আকিকুল ইসলাম, রবিউল হক বাবু বক্তব্য রাখেন । এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব তথ্য ও যোগাযোগ সম্পাদক সেলিম রানা, নুর হোসেন খান, উজ্জ্বল চৌধুরী, জুয়েল রানা, এসএম শামীম প্রমুখ। নব যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সোহেল সকল সাংবাদিকদের কে উদ্দেশ্যে করে বলেন পাড়া মহল্লা যে কোনো যায়গায় অপরাধের তথ্য আমাদের দিয়ে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।