বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ:-
ময়মনসিংহ বিভাগে সাতটি থানায় ব্র্যাক সংস্থার পক্ষ থেকে সাত হাজার কেজি শষ্য বিতরণ করা হয়েছে।বৃহত্ত ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রবল বৃষ্টির কারণে আমন ধানের ভিবিন্ন জেলা উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে বোরো চাষাবাদ আসার আগ পযর্ন্ত জমি গুলো পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে ব্র্যাক সংস্থার পক্ষ থেকে বিনামুল্যে ব্র্যাক ক্ষুদ্র ঋণদাতাদের কে ছয়টি থানায় বিভিন্ন ব্র্যাকের ব্রাঞ্চ থেকে ক্ষুদ্র চাষীদের মাঝে বিশ সতাংশ থেকে শুরু করে আশি সতাংশ জমি দাতাদের কে উন্নত মানের সরিষার বীজ বিনামুল্যে বিতরণ করা হয়েছে।
নান্দাইল থানায় ব্র্যাক ব্রাঞ্চ বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ঋণদাতাদে মাঝে এক হাজার কেজি। গৌরীপুর থানার ব্র্যাক ব্রাঞ্চ থেকে কয়েকটি ইউনিয়নের চাষীদের মাঝে এক হাজার কেজি। শম্ভগঞ্জ থানায় ভিবিন্ন ইউনিয়ন শষ্য চাষীদের মাঝে এক হাজার কেজি। তারাকান্দা থানায় ভিবিন্ন ইউনিয়ন পর্যায়ে এক হাজার কেজি। এবং হালুয়াঘাট থানায় ব্র্যাক ব্রাঞ্চ থেকে কয়েকটি ইউনিয়নে এক হাজার কেজি সরিষা বিতরণ করে।ধোবাউরা থানায় ব্রাঞ্চ থেকে ভিবিন্ন ইউনিয়নের সরিষা বীজ বিতরণ
এবং ফুলপুর থানার ব্র্যাক ব্রাঞ্চ থেকে কয়েকটি ইউনিয়নের মধ্যে রূপশী ইউনিয়ন রহিমগঞ্জ ইউনিয়ন। এবং ফুলপুর সদর ইউনিয়নের শষ্য চাষীদের মাঝে ব্র্যাক ম্যানেজার হাবিবুর রহমানের উপস্থিতিতে মাঠ কর্মী সামিউল ইসলামের মাধ্যমে শষ্য চাষীদের হাতে বিনামুল্যে সরিষ বীজ তুলে দেওয়া হয়।বিনামুল্যে সরিষা বীজ পেয়ে অনেকেই সরিষা চাষে আগ্রহ বেড়েছে এবং ব্র্যাক সংস্থা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরিষা চাষিরা।