1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- প্রধান শিক্ষক মো: আনোয়ারুল কবির। খুলনায় মানবিক কর্মকাণ্ডের জন্য সর্ব মহলে প্রশংসিত রুপসার ইউএনও কোহিনূর জাহান  শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বদলিজনিত বিদায় সংবর্ধনা বটিয়াঘাটায় এক’শ কোটি টাকার অফসিজন তরমুজ বিক্রির সম্ভাবনা গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস পশ্চিমবঙ্গে গ্রেফতার বিএনপির সুদিনের সুযোগের সন্ধানে চৌধুরী কামরুল জয়পুরহাট পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলো নব যোগদানকৃতওসি রাশেদুজ্জামান: শেরপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার এজাহার নামীয় পলাতক আসামি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ  গ্রেফতার-০৩ 

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ০৮ নভেম্বর ২০২৩ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮৫০ ঘটিকায় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পশ্চিম ছাগলনাইয়া সরকারী কলেজের সামনে পাকা রাস্তার উপর কতিপয় দুস্কৃতিকারীরা জনমনে আতংক ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বাঁশের খন্ডিত অংশ দিয়ে বিশেষভাবে তৈরি অগ্নি মশাল হাতে নিয়ে জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুস্কৃতিকারীরা আক্রমনাত্মক হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপসহ রাস্তায় চলাচলরত কয়েটি সিএনজি ভাংচুর করে। এসময় দুস্কৃতিকারীদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি চার্জ করার জন্য উদ্যত হলে দুস্কৃতিকারীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটায় এবংনইট পাটকেল নিক্ষেপ করে। দাঙ্গাকারীদের ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইজন সদস্য গুরতর আহত হয়।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ০১টি অবিস্ফোরিত ককটেল, ০১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, বাঁশের খন্ড দ্বারা বিশেষভাবে তৈরি ০৯টি অগ্নি মশাল এবং বিপুল পরিমাণ ইটের টুকরো উদ্ধার করে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জন নামীয় এবং অজ্ঞাতনামাদের আসামি করে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০২/২৬৮, তারিখ-০৯ নভেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড ১৮৬০, তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৬।

 

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গত ০৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ১২৩০ ঘটিকায় ফেনী জেলার শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় আসামি ১। মোঃ আলমগীর হোসেন (৪০), পিতা- মৃত সিরাজুল হক @ কনু মিয়া, সাং-দৌলতপুর, এজাহার নামীয় আসামি ২। মোঃ আজিজুল হক @ ছিড়া আজিজ (৩৮), পিতা- মৃত সামছুল হক, সাং-নিজ কুঞ্জরা’কে ফেনীর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এলাকা হতে এবং ফেনী শিশু পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে মামলার সন্দিগ্ধ পলাতক আসামি ৩। মোঃ আলাউদ্দিন (৫২), পিতা- মৃত ওবায়দুল হক, সাং- নিজ কুঞ্জরা, সকলের থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী’দের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অবরোধ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা করে বলে স্বীকার করে।

 

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি ১। মোঃ আলমগীর হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যুবদলের সদস্য, ২। আজিজুল হক @ছিড়া আজিজ ছাগলনাইয়া উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং ৩। মোঃ আলাউদ্দিন, ছাগলনাইয়া পৌরসভার ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা যায়।

সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে ফেনী জেলার বিভিন্ন থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৭ টি মামলার পাওয়া যায়। এছাড়াও আসাসি মোঃ আজিজুল হক @ ছিড়া আজিজ এর বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় নাশকতা এবং হত্যাচেষ্টাসহ ০২টি মামলা তথ্য পাওয়া যায়।

 

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী জেলার ছাগলনাইয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......