রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
হারুন অর রশীদ,বিশেষ প্রতিনিধি:-
‘বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাবে দেশ, নির্মিত হবে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ’। জয়পুরহাটের কালাই উপজেলায় ৩দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডার গার্টেন স্কুল ও ওমর গার্টেন একাডেমীর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসন সালেহীন তানভীর গাজী।
ওমর কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ৭ই নভেম্বর শুরু হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ ৯ নভেম্বর শেষ হয়। উক্ত প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ মূলক আলোচনা করেন অনলাইন প্লাটফর্মে বহুল আলোচিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্টাতা সিইও আয়মান সাদিক।
উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দসহ উক্ত প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ।
উক্ত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন জ্ঞানগর্ভমূলক আলোচনা করেন। এসময় তিনি বলেন, আমি আবার তোমার এসব প্রশ্ন জিজ্ঞেস করতে আসবো। তোমরা যদি জীবনের লক্ষ্য অর্জন করতে চাও তবে তোমাদের নিয়মনীতি অনুসরণ করে নিয়মিত অধ্যয়ন করতে হবে। সঠিক শিক্ষাই তোমাদের সঠিক মানুষ পরিণত করতে পারে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়।