বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি (ময়মনসিংহ)
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার ৬ই নভেম্বর নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্তানদের সঠিক বিকাশ, মাদকমুক্ত সমাজ, স্মার্ট বাংলাদেশ গড়ার উপর জোড় দিয়ে উক্ত সমাবেশে আমন্ত্রিত প্রধান অতিথি ফুলপুর উপজেলা ইউএনও এম সাজ্জাদুল হাসান মহোদয় ও বিশেষ অতিথিগণ বক্তব্য প্রদান করেন। ফুলপুর উপজেলার জনবান্ধব নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাদুল হাসান ইউএনও মহোদয় এবং ফুলপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) অমিত রায় কল্লোল মহোদয়।অভিভাবকদেরকে তাদের সন্তানের সার্বক্ষণিক খেয়াল রাখা এবং মানবিক মানুষ হওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিতে বলেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন ও সহকারী প্রধান শিক্ষক রায়হান , সিনিয়র শিক্ষক কামাল হোসাইন সহ অনান্য শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন ।