রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
মোহাম্মদ মিলন আকতার,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:-
” আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাবো সমাজ কল্যাণ “-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলার সর্ববৃহৎ ও সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । আজ সকাল ১০ ঘটিকার সময় কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ উল্লাহ রায়হান দুলু’র সভাপতিত্বে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন মোঃ আব্দুল্লাহীল বাকী অধ্যক্ষ কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোঃ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর সবুর , মোঃ দুলাল হোসেন, মোঃ মকবুল হোসেন প্রমুখ । সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় -এই মহতি সংগঠনটি ২০০৮ প্রতিষ্ঠিত হয়। মূলত এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন । এই সংগঠনে লক্ষ্য ও উদ্দেশ্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা। মুমূর্ষ রোগীদের রক্ত সরবরাহ করা । তরুণ, যুবকরা যাতে মাদকা- আসক্ত না হয় সে ব্যাপারে সচেতন গড়ে তোলা ।
বাল্য- বিবাহ, যৌতুক প্রদান বা গ্রহণে নিরুৎসাহ প্রদান করা । সামাজিক অবক্ষয় সহ যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা। সামাজিক কার্যক্রমকে বেগবান করা ।