বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পূর্বাহ্ন
ডেক্স রিপোর্ট:-
শৈবাল ইসলাম রুশো
ফিরে চলো শৈশবে, সৃতিচারণ স্বরণে
আমরা এক হবো, কোন এক বন্ধনে।।
সোনালী দিনের সন্ধানে
এলিট ৯৯ কান্ট্রি ক্লাব স্পন্দনে।
বন্ধু কোন শত্রু নয়, নই রক্তের কোন ভাই
তার চেয়ে আপন আমরা বন্ধু সবাই।।
হাজার কষ্টে হাসি সাথী মোরা ক্রন্দনে
আগলে চলি আমরা সবাই, একই মায়ের বন্ধনে।।
বন্ধু কোন শত্রু নয়, নই কোন ভাই,
তার চেয়ে আপন আমরা বন্ধু সবাই।
ফিরে চলো আড্ডাতে, গল্প আর গানে
দিনের শুরু ক্রিকেট হলেও, শেষ বিকেল ফুটবলে।।
বন্ধু কোন শত্রু নয়, নই কোন ভাই
তার চেয়ে আপন, আমরা বন্ধু সবাই।