রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি
ফুলপুর ময়মনসিংহ
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে রোববার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালায় কমিউনিটি ক্লিনিকগুলোর কর্মরত সকল সিএইচসিপি ও সম্পৃক্ত প্রতিনিধিগণ এতে অংশ গ্রহণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের, ময়মনসিংহ বিভাগীয় ডিভিশনাল প্রোগ্রাম অফিসার মোঃ আসলাম পারভেজ, সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাছ ইবনে করিম প্রমুখ।
কর্মশালায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকগুলো কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে বিষদ আলোচনা হয়েছে। বক্তারা জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার স্থাপন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকে আগত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের এনসিডি কর্ণারে রেফার করতে বলেন। এছাড়া কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির অনুরোধ করেছেন।