বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-
চট্রগ্রাম মহানগর, গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক জনাব হারুন অর রশিদ এর নেতৃত্বে, এস,আই মোঃ রাজিব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ সাইফুল ইসলাম মুন্সী, এএসআই মোঃ ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ নগরীর হালিশহর থানাধীন পশ্চিম আব্বাস পাড়া টোল রোডে অভিযান পরিচালনা করে ১০ হাজার,১০০ শত টাকার জাল নোট এবং ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ লোকমান ও মোঃ বেলালকে গ্রেফতার করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি’র হালিশহর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।