বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন
মোঃ রুবেল হুসাইন। ইসলাম,আমতলী(বরগুন)প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝো শিক্ষা উপকরন ও বৃওি প্রদান করেন।
সংগঠন সূএে জানা যায়,আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাচাই বাচাই করে তার মধ্যে থেকে ৩০ জন অসহায় শিক্ষার্থীদের কে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উক্ত বৃওি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আবু জাহের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, সহকারী কমিশনার ভূমি,আমতলী বরগুনা।
তিনি বলেন,বিদ্যানন্দ দীর্ঘ দিন যাবত বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভাল একটা উদ্যোগ। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার প্রসার ঘটাতে সরকারের পাশাপাশি বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।তিনি উপকার ভোগী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে এবং উজ্জল ভবিষ্যৎ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই।
এবিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের, প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি।