বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-
২২ সেপ্টেম্বর ২০২৩, কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন-কেয়াচেয়ারম্যান ছৈয়দ হাফেজ আহমেদের সভাপতিত্বে ও মহাসচিব এম নজরুল ইসলাম খান’র সঞ্চালনায় কেয়া বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক সদস্য আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী,সংগঠনের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মইনুদ্দিন কাদের লাভলু, হাটহাজারী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি বাবু কেশব বড়ুয়া,ফটিকছড়ি কিন্ডারগার্টেন
অ্যাসোসিনের চেয়ারম্যান অধ্যক্ষ ছৈয়দুল আজাদ, কেয়ার যুগ্ম মহাসচিব মে. রফিকুল ইসলাম মল্লিক, সাজ্জাদুল করিম খান,মো.নাজিমুদ্দিন সহ প্রমুখ।
এতে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি সহ বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের মাঝে কেয়া গোল্ড মেডেল বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।