বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
টি আই, মাহামুদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দবানের আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু, বিপ্লব চৌধুরী’কে বিদায় সংবর্ধনা জানিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটি ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাবকবৃন্দ।
আজ ২০সেপ্টেম্বর (বুধবার) নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মঈনউদ্দিনের সঞ্চালনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও নয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দুংড়ি মং মহাজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার ধর। আলীকদম উপজেলা সহকারী ইন্সট্রাক্টর আলমগীর হোসেন।
কর্মজীবনের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী ১৯৮৮ সালে সহকারী শিক্ষক হিসেবে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯৩ সালে প্রধান শিক্ষক হিসেবে মংপাখই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর একনাগাড়ে ২৩ বছর দায়িত্ব পালন করে ২০১৬ সালে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান এবং কর্মজীবন শেষ করেন।
সর্বস্তরে গুণীজন হিসেবে সমাদৃত বিপ্লব চৌধুরী শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও নিজেকে নিয়োজিত রেখেছেন।
বিদায়ী শিক্ষকের সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম শিক্ষাগুরুর কাছ থেকে পাওয়া আদেশ উপদেশের কথা ব্যক্ত করেন।
বিদায় অনুষ্ঠানে সাবেক শিক্ষাগুরু ও কলিগ হিসেবে প্রিয় স্যারের সাথে কাটানো সু-সময়ের স্মৃতিচারণ করেন আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুতাহের, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাথোয়াই মার্মা, রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, মংচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোছাইন-সহ মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং অবিভাবকবৃন্দের পক্ষ থেকে বিদায়ী শিক্ষাগুরুকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করেন।