বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ।
নওগাঁর বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামছুল আলমক খানকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। বদলগাছী থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ সোমবার (১৮ সেপ্টেম্বর) আড়াই টায় নওগাঁ জেলা সদরের এক হোটেল থেকে তাকে আটক করেছেন বলে থানা পুলিশের পক্ষ থেকে জানা গেছে।
থানা আর ও জানান একটি চেকের মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করলে এক মাস যাবত চেয়ারম্যান নিজেকে আড়াল করে গোপন থাকে। গ্রেপ্তারের বিষয়টি উপজেলার বিভিন্ন স্হানে প্রকাশ হলে মানুষের মুখে মুখে আলোচনা শুরু হয়। আলোচনায় কতিপয় মানুষ বেদনায় আফসোস করছেন।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো, আতিয়ার রহমান ওসি সহ ওসি (তদন্ত) মেহেদী মাসুদ চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাঁর বিরুদ্ধে মহামান্য আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ