বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,
জেলা প্রতিনিধি, খুলনা,
খুলনা নগরীর,দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযানে ওয়ান শুটারগান, কার্তুজসহ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
১৮/০৯/২০২৩ রবিবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬/০৯/২০২৩ রাতে একটি মামলার আসামি নগরীর পাবলা ফকিরপাড়া থেকে মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দারকে (২০) গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তি মোতাবেক দিবাগত রাত নয়টায় কেডিএ কল্পতরু মার্কেটের নাজ এন্টারপ্রাইজ নামক পরিত্যক্ত দোকানের মধ্য থেকে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ০৫টি খয়েরী রংয়ের ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।
কেএমপি সূত্র জানায়,এ ঘটনায় গ্রেফতারকৃত মেহেদীর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা দায়ের করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।