বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দিন,
স্টাফ রিপোর্টার, বরগুনা:-
বরগুনা জেলার বেতাগী উপজেলায়, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে, “জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা” ২০২৩ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ১২:০০ টার দিকে র্যালি অনুষ্ঠিত হয়েছে, এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, বেতাগী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাকছুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র এবি এম গোলাম কবির। এছাড়াও ছিলেন উপজেলা অফিসের কর্মকর্তাগন, বেতাগী উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগন। এবং বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়া ও পত্রিকার সংবাদকর্মীরা ও উপস্থিত ছিলেন।
র্যালিটি প্রথমে উপজেলা চত্বর থেকে শুরু করে শহরে বিভিন্ন স্থানে সড়ক প্রদর্শন করেন, এবং বেতাগী প্রেক্লাবের সামনে দিয়ে উপজেলা উন্নয়ন মেলার মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকছুদুর রহমান ফোরকান ও বেতাগী পৌরসভার মেয়র এবি এম গোলাম কবির, উন্নয়ন মেলার স্টল গুলো ঘুরে দেখেন। শেষে উপজেলা অফিসের মিলনায়তন কক্ষে মিলিত হন।