বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ অপরাহ্ন
রজিবুল ইসলাম, খুলনা থেকে:
“হারিয়েছেন”খুলনা বিভাগ :যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই ব্যক্তির সন্ধান অথবা চোখে পড়ে নিচের নাম্বারটাতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ রইলো।
নামঃ মোছাঃ কোহিনুর বেগম, বয়স-৪৮ বছর,উচ্চতা-৪ফুট ১০ ইঞ্চি, মানসিক ভারসাম্যহীন, স্বামী -অসিদুল লস্কর প্রকাশ কালা,ঠিকানাঃ গ্রাম-বেঙ্গা বেরইল, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, কোহিনুর বেগম তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য নিয়ে দিনাতিপাত করছিলো, তারপর সম্পুর্ন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত ০৯ সেপ্টেম্বর সকালে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। অনেক খোজাখুজি করে কোথাও না পাওয়ায় স্থানীয় থানায় একটি হারানো জিডি করা হয়েছে।
যদি কোন সহৃদয় ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
যোগাযোগ – মোঃ মঞ্জুরুল আলম- 01716-853036