সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
মোহাম্মদ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলার বামনা উপজেলার অন্তর্গত ০৩ নং রামনা ইউনিয়নের যুবলীগের কমিটি সম্পন্ন হয়েছে।
গত ১৫ মার্চ বুধবার যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পরে এ কমিটি ঘোষণা হয়েছে জেলা ও উপজেলা যুবলীগের সমন্বয়ে।
গতকাল বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা মুনইম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ জহিরুল ইসলাম ( রাসেল ), ও সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ আরিফুজ্জামান ( আরিফ )।
এই কমিটি ১৫ ই মার্চ ২৩ ইং তারিখ থেকে আগামী ( ০৩) বছরের জন্য উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’ র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈধ বলে ঘোষণা করা হয় এবং চিঠি প্রপ্তির আগামী ( ১৫) পনের দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা বামনা উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তরে প্রেরনের আদেশ দিয়েছেন।
নতুন কমিটি ঘোষনার পরে নবনির্বাচিত সভাপতি মোঃ জহিরুল ইসলাম ( রাসেল) বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৩নং রামনা ইউনিয়ন শাখার সদ্যঘোষিত কমিটিতে আমাকে সভাপতি মনোনীত করায় আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই বরগুনা জেলা যুবলীগের সভাপতি / সাধারণ সম্পাদকের প্রতি।
আমি চিরকৃতজ্ঞ বামনা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদক এর প্রতি।
আমি ২০০৩ সালে রামনা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি। ২০০৪ সালে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, ২০১০ সাল থেকে ২০১৪ সাল বরগুনা জেলা ছাত্রলীগের প্রথম সারির ছাত্র নেতা ছিলাম। ২০১৭ সালে রামনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ৬ বছর সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।
আলহামদুলিল্লাহ সমস্ত বাধা পেরিয়ে আমি সফল হয়ছি, আমাকে প্রতিপদেই বাধাগ্রস্ত করা হয়ছে। আমি সকল বাধার নীলনকশা ভেস্তে দিয়ে আমি প্রমাণ করেছি কিভাবে অধ্যবসায়, আত্মবিশ্বাস, সততা আর গণমানুষের ভালবাসা দোয়া নিয়ে এগিয়ে যেতে হয়।
আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতেও আমার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমি বিশ্বাস করি ।আমি আমার কর্মদক্ষতা দিয়ে রামনা ইউনিয়ন আওয়ামী যুবলীগকে একটি সুশৃংখল, পিতা মুজিবের আদর্শিক এবং বামনা উপজেলার শ্রেষ্ঠ ইউনিট হিসাবে আমি গড়ে তুলবো।
পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই যারা আমার সময়ে অসময়ে সাহস শক্তি অনুপ্রেরণা যুগিয়েছেন।আমাকে স্নেহ-শ্রদ্ধা আর ভালবাসা দিয়ে আগলে রেখেছেন আমি তাদের প্রতি দায়বদ্ধ থেকে আমি আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
‘জয় বাংলা, জয় বঙ্গব
এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান ( আরিফ) বলেন উক্ত কমিটি ঘোষনায় দলীয় সাংগঠনিক গতিশীলতা ও শৃঙ্খলার বহিঃপ্রকাশ ঘটেছে ও ইউনিয়নের ও ওয়ার্ল্ড পর্যায়ের নেতা কর্মী দের মাঝে ব্যাপক উতসাহ,উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। ত্যাগ, সাংগঠনিকতা, যৌগ্যতা ও বিচক্ষণতার মূল্যায়ন করা হয়েছে।আমি ২০০৬ থেকে স্কুল ছাত্রলীগের নেত্রিত্ত দিয়েছি,২০১০ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি,২০১৪ সালে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। দায়িত্ব পেয়ে যথাযথ ভাবে পালন করি,২০২০ সালে জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের বামনা উপজেলা শাখার ১ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হই। আমি জাতীয় সংসদ নির্বাচনে
আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কে বিজয়ী করার লক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কে বিজয়ী করার লক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি,ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কে বিজয়ী করার লক্ষে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।বর্তমানে আমাকে যুবলীগের দায়িত্ব প্রদান করায় জেলা যুবলীগের সভাপতি /সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি /সাধারণ সম্পাদক এর প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব জীবন দিয়ে পালন কারার চেষ্টা করব ও তাদের মান অক্ষন্ন রাখব ইনশাআল্লাহ। মুজিবীয় আদর্শ প্রতিষ্ঠায় ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিজেকে আত্মনিয়োগ করব।