সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
ডেক্স নিউজ:-
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে, টিম-২২ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৩১/০৮/২০২৩ খ্রিঃ নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ “হোটেল সৈকত” এর প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ লক্ষ টাকা মূল্যমানের জালনোটসহ মোঃ গিয়াস উদ্দিনকে আটক করেন।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ৩১-০৮-২০২৩ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৩.৩০ ঘটিকার সময় নগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোডস্থ শফি সুপার মার্কেট এর ২য় তলার ফ্ল্যাট নং-০১ এর ভিতরের ২য় কক্ষ থেকে জালনোট তৈরির কাজে ব্যবহৃত কালো রংয়ের ০১টি মেশিন ÒEPSON EXCEED YOUR VISION EcoTank L8180 (প্রিন্টার)”, যাহার মডেল নং-C722B1, প্রিন্টারে ব্যবহৃত ০৯ টি EPSON Ink Bottle’সহ জালনোট তৈরির মূলহোতা মোঃ শহীদুল হক চৌধুরী প্রঃ শাহীনকে আটক করেন।
গ্রেফতারকৃত মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ শহীদুল হক চৌধুরীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত জাল নোট প্রস্তুত পূর্বক সাধারণ জনগণের নিকট তা খাঁটি হিসাবে বিশ্বাস জন্মিয়ে ব্যবহার করে আসছিলো এবং স্থানীয় অন্যান্য জালনোট ব্যবসায়ীদের নিকট জালনোট সরবরাহ করে আসছিলো। এছাড়াও তারা এ জালনোট ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহার করে থাকে মর্মে জানায়।