1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার আলোচিত ও চাঞ্চল্যকর ৬ বছরের কণ্যা শিশু ধর্ষণ মামলার পলাতাক আসামি শফিকুল ইসলাম গ্রেপ্তার।  অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে মুকসুদপুরের সক্রিয় এক প্রতারক চক্র, প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সা চালক বাবু মোল্যার কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে অস্ত্র হাতে নিয়ে নাশকতা সৃষ্টিকারী, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী,মাদক সম্রাট, গ্যাং লিডার,যুবলীগ কর্মী,কিলার ফয়সাল গ্রেপ্তার। পতেঙ্গা থানায় হামলা,ভাংচুর ও সী বীচে চাঁদাবাজীর অভিযোগে মাসুদ করিম গ্রেপ্তার। র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ গ্রেফতার। বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠে সিরাতুন্নবী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে স্কুল মাঠে গরু ছাগলের হাট ডিবির অভিযানে তালতলীতে ১৮০ ইয়াবা সহ আটক ১ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ রথিন বিশ্বাসের পরিবারের পাশে গোপালগঞ্জ জেলা প্রশাসক

শেরপুরের ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের ডাটাবেইজ ফরম যাচাই বাছাই কার্যক্রম অব্যাহত

  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৬৮২ জন দেখেছেন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কর্মরত ৫৭ জন সাংবাদিকদের ডাটাবেইজ ফরম যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২৮ আগষ্ট সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুম সভা কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদের সহযোগীতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

এসময় ডাটাবেইজ কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সদস্য সচিব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির, ডাটাবেইজ কমিটির সদস্য ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান রবেতা ম্রং, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ডাটাবেইজ কমিটির বরাবর জমাকৃত ৫৭জন সাংবাদিকদের দেয়া তথ্যাদির ফরম যাচাই -বাছাই করেন। উক্ত বাছাইয়ে যাদের জমাকৃত তথ্যাদির অসংগতি পাওয়া যায়, তাদেরকে আগামী ১৫দিনের মধ্যে উপযুক্ত প্রমাণকপত্র কমিটির বরাবর জমা দিতে অনুরোধ করেন ডাটাবেইজ কমিটি।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য যে, ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের একাধিক সংগঠন থাকায় এবং অপসাংবাদিকতা রোধকল্পে এ ডাটাবেইজের উদ্যোগ নেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
এমন মহতী উদ্যোগ গ্রহন করায় স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৭ আগষ্ট ডাটাবেইজ কমিটির পক্ষ থেকে কর্মরত সাংবাদিকদের মাঝে ফরম প্রদান করা হয়। ২১আগষ্ট ফরম জমার শেষ দিন ছিল।

এ প্রসঙ্গে ঝিনাইগাতীতে কমর্রত সিনিয়র সাংবাদিরা ডাটাবেইজ কমিটির কাছে একটি মানসম্মত সাংবাদিক তালিকার প্রত্যাশা করছেন।

শেয়ার করুন

আরো দেখুন......