সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-
চট্রগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সামীম কবির ও সহকারী পুলিশ কমিশনার জনাব কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে, টিম স্পেশাল , টিম -৫১ এবং টিম -৪২ এর অফিসার ও ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে ৩৯টি নাশকতা মামলা ও ডবলমুরিং থানা এলাকায় পুলিশের উপর হামলার মূলহোতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রায় ৩৯ এর অধিক নাশকতার মামলা রয়েছে। সে গত ২৮ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনার অন্যতম মূলহোতা। এছাড়াও ভিডিও ফুটেজে দেখা যায় উক্ত ঘটনায় সে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছে। এটি ছাড়াও সে গত ২৩ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাসহ বাকলিয়া থানার ২০২২ সালের একটি মামলার পলাতক আসামি।