1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
ওমর কিন্ডার গার্ডেন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক ও শেরপুর জেলা আঃ লীগের সা:সম্পাদক এড: চন্দন কুমার আটক। বরগুনায় জমকালো আয়োজনে কালবেলার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোপালগঞ্জে কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত সাবেক কৃষি মন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন অগ্নি কন্যা মতিয়া চৌধুরী! র‌্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে ফেনী সদর হাসপাতাল এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক গাড়ি উদ্ধার সহ ছিনতাইকারী গ্রেফতার-০৩  বটিয়াঘাটায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভায় অনুষ্ঠিত শ্রীপুরে বিএনপির নেতা কর্মীদের সাথে ডাঃ শফিকুল ইসলামের মতবিনিময় সভা ঝিনাইগাতীতে ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত সবজি ও নিত্যপণ্যের বাজারে আগুন  সাধারণ মানুষের হাহাকার 

মুকসুদপুরে নিজস্ব অর্থায়নে ৩টি রাস্তা নির্মাণ করলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর

  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি :

দেশজুড়ে এখন উন্নয়নের ডামাডোল। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল—সবখানে উন্নয়নের জয়জয়কার। কোটি কোটি টাকার প্রকল্প, সড়ক-কালভার্ট-সেতুসহ নানা অবকাঠামো নির্মাণে বদ্ধপরিকর বর্তমান সরকার।

এমন অবস্থায় একটা ইউনিয়নের তিনটি তীর্থের কাকের মতো অপেক্ষায় ছিলেন, কবে সেখানে হবে তাদের প্রত্যাশিত স্বপ্নের রাস্তা।

ইউনিয়ন পর্যায়ে বাজেট স্বল্পতা থাকায় পূর্বের চেয়ারম্যানরা তৈরি করতে পারেনি যাতায়াতের সড়ক।

অবশেষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান নিজস্ব তহবিল থেকে বানিয়ে ফেললেন দীর্ঘ পথের তিনটি রাস্তা।

রাস্তাগুলোর সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মাতুব্বর।

জানা গেছে, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনিরকান্দার কায়েম মল্লিকের বাড়ী থেকে ফারুক মল্লিকের বাড়ী পর্যন্ত ৭ লক্ষ টাকা ব্যায়ে ৭০০ ফুট, ৮ নং ওয়ার্ডের উত্তর গঙ্গারামপুরের ইসহাক শেখের বাড়ী থেকে লিটন গাজীর বাড়ী পর্যন্ত ১২লক্ষ টাকা ব্যায়ে বালু ভরাট করে ১৮০০ ফিট ও ৯নং ওয়ার্ডের দক্ষিণ গঙ্গারামপুরের ইসরাফিল মাতুব্বরের বাড়ী থেকে রাজৈর উপজেলা সীমানা পর্যন্ত প্রায় ৭লক্ষ টাকা ব্যায়ে বালু ভরাট করে ইটের সলিং দিয়ে ৫০০ ফিট রাস্তা নির্মাণ করেছেন।

স্থানীয়রা জানান, এই রাস্তাগুলো দিয়ে প্রায় ১২ হাজার পরিবারের মানুষ চলাচল করে। সারা দেশে বিভিন্ন রাস্তা ঘাট পাকাকরণ হলেও মাটি কেটেও কেউ রাস্তা নির্মাণ করে দেয়নি। শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াতে, ধান-পাটসহ বিভিন্ন কৃষিপণ্য ও মালামাল পরিবহনে তাদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষা মৌসুমে হাটুপানি ভেঙে রাস্তা পাড়ি দিয়ে যাওয়া আসা করতো এই মানুষেরা। গ্রামের কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হতো।

পূর্বের জনপ্রতিনিধিদের জানালেও কেউ এগিয়ে আসেনি। গ্রামবাসীর দুর্দশার কথা স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খানের নজরে আসলে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।

গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর
বলেন, দীর্ঘদিন এই এলাকার মানুষেরা কষ্টে যাতায়াত করেছে। তাদের এই জনদুর্ভোগ লাঘবে পূর্বের মেম্বার-চেয়ারম্যানের কাছে ধর্না দিয়েও কোনো আশার আলো দেখেনি গ্রামবাসী। তাই গ্রামবাসীর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দ্বাদশ সংসদ নির্বাচনে শতভাগ ভোট নিশ্চিত করে এই সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে এই রাস্তা নিজ অর্থায়নে নির্মাণ করে দিয়েছি।

শেয়ার করুন

আরো দেখুন......