জুয়েল রানা বিশেষ প্রতিনিধি (ময়মনসিংহ):-
ময়মনসিংহের ফুলপুর ইউনিয়ন কর্তৃক উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম বর্বরতা স্বপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ এর ১৫ আগস্ট কাক ডাকা ভোরে সেই হত্যাকাণ্ডের আলেখ্য এবং পূর্বাপার নারকীয় ঘটনায় অভিশপ্ত কালো রাত ১৫ ই
আগস্ট। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক হাবিবুর রহমানের নির্দেশে ফুলপুর ৫ নং সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে পূর্ব ফতেপুর গ্রামে ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুর রউফ এর উদ্যোগে তার নিজ বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর তোফাজ্জল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি আবুল কাশেম। বিশেষ অতিথি উপস্থিত পাঁচ নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা লিটন। এবং আওয়ামী লীগ নেতা তৌফিক। এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উসমান গনি । উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ৫ নং ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুর রউফ। উপজেলা কৃষক লীগের আব্দুর রশীদ। যুবলীগের ইয়াকুব আলী স্বেচ্ছাসেবক লীগ শাজাহান।শ্রমিক লীগের আবদুস সাত্তার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ৫ নং ফুলপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোনাজাত করেন আওলাদ হোসেন।