1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
জয়পুরহাট পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর পুড়িয়ে দিলো নব যোগদানকৃতওসি রাশেদুজ্জামান: শেরপুরের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ শেরপুরের নালিতাবাড়ীতে ফলজ বৃক্ষ উপহার পেল শিক্ষার্থীরা কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন ফুলপুর ইসলামী ব্যাংক ম‍্যানেজারের সাথে ফুলপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফেনী জেলার সদর থানাধীন মাস্টারপাড়া এলাকা হতে ০১টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও  কার্তুজ উদ্ধার। জয়পুরহাটের পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীরা পেল সনদ শেরপুরে প্রতারণার ফাঁদে এক নারী জামায়াত আমিরের ‘ক্ষমা’ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সাজেকে সেনা ক্যাম্প স্হাপনের প্রতিবাদে দুইটি স্হানে ভুমি রক্ষা কমিটির সমাবেশ

  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

রুপম চাকমা, বাঘাইছড়ি(রাঙ্গামাটি):-

রাঙামাটির সাজেক ইউনিয়য়নের ৮ নং পাড়ায় (খুলোমনি কার্বারি পাড়া) ৫ জন পাহাড়ির জায়গায় নতুন সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাজেক ভূমি রক্ষা কমিটি। সাজেক ইউনিয়নের দোজরী ও মাচলং এলাকায় পৃথক দুই স্থানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৬ জুলাই ২০২৩) বিকাল ৪টার সময় হাজাছড়া কিয়াংঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দোজরী হাগলাছড়া এলাকায় সড়কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

সমাবেশে সুবন কান্তি চাকমার সঞ্চলনায় বক্তব্য রাখেন সাজেক ভুমি রক্ষা কমিটির সদস্য বিশ্বময় চাকমা ও মধু ময় চাকমা।

 

সমাবেশে বিশ্বময় চাকমা বলেন, ভুমি আমাদের প্রাণ, ভুমি আমাদের বেচেঁ থাকার একমাত্র অবলম্বন। কিন্তু আমাদেরকে বার বার ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। ৮নং পাড়ায় সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারাও সেই ষড়যন্ত্রের অংশ।

 

তিনি বলেন, কাপ্তাই বাঁধের কারণে আমরা আমাদের নিজ ভূমি হারিয়ে উচ্ছেদ হয়েছি। এখন এই সাজেক থেকেও নানাভাবে আমাদের উচ্ছেদের প্রক্রিয়া চলানো হচ্ছে। আমরা আর কোথায় যাবো? আমাদের আর যাওয়ার কোন পথ নেই। তাই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে ভূমি বেদখল, উচ্ছেদের বিরুদ্ধে লড়তে হবে।

 

মধু ময় চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আর নিজ বাস্তুভিটা হারাতে চাই না। ক্যাম্প স্থাপনের নামে, উন্নয়নের নামে উচ্ছেদের শিকার হতে হতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুতরাং, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভূমি দেখলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।

 

সঞ্চালনাকালে সুবন কান্তি চাকমা বলেন, ৮নং পাড়ায় পাড়াবাসীদের সৃজিত ফলজ বাগান-বাগিচা ধ্বংস করে সেনা ক্যাম্প স্থাপনের উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে পাহাড়িদের উচ্ছেদ করা। আমরা সাজেক এলাকার জনগণ তা কখনো মেনে নেবে না। আমরা সেখানে সেনা ক্যাম্প চাই না।

বক্তারা অবিলম্বে সাজেক ৮নং পাড়ায় পাহাড়িদের জায়গায় ক্যাম্প প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।

 

অপরদিকে, একই ঘটনার প্রতিবাদে সাজেকের মাচলঙেও ভূমি রক্ষা কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ভুমি রক্ষা কমিটির সদস্য সচিব অজয় চাকমা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

আরো দেখুন......