রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
রুপম চাকমা, বাঘাইছড়ি(রাঙ্গামাটি):-
রাঙামাটির সাজেক ইউনিয়য়নের ৮ নং পাড়ায় (খুলোমনি কার্বারি পাড়া) ৫ জন পাহাড়ির জায়গায় নতুন সেনা ক্যাম্প স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাজেক ভূমি রক্ষা কমিটি। সাজেক ইউনিয়নের দোজরী ও মাচলং এলাকায় পৃথক দুই স্থানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৬ জুলাই ২০২৩) বিকাল ৪টার সময় হাজাছড়া কিয়াংঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দোজরী হাগলাছড়া এলাকায় সড়কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সুবন কান্তি চাকমার সঞ্চলনায় বক্তব্য রাখেন সাজেক ভুমি রক্ষা কমিটির সদস্য বিশ্বময় চাকমা ও মধু ময় চাকমা।
সমাবেশে বিশ্বময় চাকমা বলেন, ভুমি আমাদের প্রাণ, ভুমি আমাদের বেচেঁ থাকার একমাত্র অবলম্বন। কিন্তু আমাদেরকে বার বার ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। ৮নং পাড়ায় সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারাও সেই ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, কাপ্তাই বাঁধের কারণে আমরা আমাদের নিজ ভূমি হারিয়ে উচ্ছেদ হয়েছি। এখন এই সাজেক থেকেও নানাভাবে আমাদের উচ্ছেদের প্রক্রিয়া চলানো হচ্ছে। আমরা আর কোথায় যাবো? আমাদের আর যাওয়ার কোন পথ নেই। তাই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে ভূমি বেদখল, উচ্ছেদের বিরুদ্ধে লড়তে হবে।
মধু ময় চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আর নিজ বাস্তুভিটা হারাতে চাই না। ক্যাম্প স্থাপনের নামে, উন্নয়নের নামে উচ্ছেদের শিকার হতে হতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুতরাং, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভূমি দেখলের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।
সঞ্চালনাকালে সুবন কান্তি চাকমা বলেন, ৮নং পাড়ায় পাড়াবাসীদের সৃজিত ফলজ বাগান-বাগিচা ধ্বংস করে সেনা ক্যাম্প স্থাপনের উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে পাহাড়িদের উচ্ছেদ করা। আমরা সাজেক এলাকার জনগণ তা কখনো মেনে নেবে না। আমরা সেখানে সেনা ক্যাম্প চাই না।
বক্তারা অবিলম্বে সাজেক ৮নং পাড়ায় পাহাড়িদের জায়গায় ক্যাম্প প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান।
অপরদিকে, একই ঘটনার প্রতিবাদে সাজেকের মাচলঙেও ভূমি রক্ষা কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ভুমি রক্ষা কমিটির সদস্য সচিব অজয় চাকমা বক্তব্য রাখেন।