সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি , ফুলপুর ময়মনসিংহ :-
ময়মনসিংহ সদর উপজেলা ৪নং- পরানগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের রুহুল আমিন সরকারের মৃত্যুকালে তার বয়স ছিলেন (৩২) দাফন সম্পন্ন হয়েছে।
আজ সকাল ১০ ঘটিকায় সময় ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড হিরণ পলাশিয়া গ্রামের নিজ বাড়িতে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় ,গত মঙ্গলবার (১৮জুলাই) ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন সময়ে অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন রুহুল আমিন সরকার ।
তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা পরাণগঞ্জ ইউনিয়ন পনিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
(১৮জুলাই )মঙ্গলবার দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। নগরীর বিএনপি দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি চরপাড়া এলাকায় পৌঁছলে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সেখানে তাঁর শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন যান।
পরে মরহুমের জানাজায় অংশ নেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স. দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক আলহাজ জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. রোকনুজ্জামান সরকার রোকন. কোতোয়ালি থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা সাধারণ সম্পাদক, পরানগঞ্জের কৃতিসন্তান ইদ্রিস আলী,পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফ সরকার, ৫নং-সিরতা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ আবু সাঈদ সরকার, ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান কবির মাষ্টার, ৫নং- ওয়ার্ড বীর বওলা সাবেক তিন তিন বারের ইউপি সদস্য গোলাম আব্বাস বাবুল, প্রমূখ সহ জাতীয় বাদী বিএনপি দলের নেতা কর্মীরা দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন।
বিএনপি যুবদলের নেতা মরহুম রুহুল আমিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় বাদী বিএনপি দল যুবদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।