ডেক্স নিউজ:- মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় , অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী ও সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামালের তত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে, টিম-২২ এর সদস্যরা, ১০ জুলাই ২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম গামী সাগরিকা রোডে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও একটি মেট্রো সিএনজিসহ মোঃ আরিফ, মোঃ মিজানুর রহমান ও বিপ্লব চন্দ্র দাসকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজসে জব্দকৃত গাঁজা গুলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ভারত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন উৎস থেকে কম দামে সংগ্রহ করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে বেশি দামে বিক্রয় করার জন্য ঘটনাস্হলে অবস্হান করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।