1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
আওয়ামী লীগের কোন ঠাঁই হবে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায়না গেজেট ভুক্ত হলো শেরপুরে এলজিইডি’র ৪৭৯টি কাঁচা সড়ক গোপালগঞ্জ হবে বিএনপির উর্বরভূমি – সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বটিয়াঘাটা গঙ্গারামপুর সরকারি হাট-বাজারের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ইপিজেড থানার নয়ারহাট এলাকা থেকে১৫ কেজি গাঁজাসহ ১ জন কে আটক করেছে পুলিশ ইপিজেড থানা -৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বীজ আলু নিয়ে কারসাজি ভ্রাম্যমান আদালতে অভিযানে আটক-২ জরিমানা -৪ নানা কর্মসূচির মধ্যেদিয়ে কালাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমতলীতে পৃথকভাবে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত!

তারুণ্যের আইকন হয়ে উঠছেন উল্লাহ রায়হান দুলু

  • আপডেট সময়ঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী  উপজেলার ৫ নং দুওসুও  ইউনিয়ন বাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠছেন  বালিয়াডাঙ্গী উপজেলার সর্ববৃহৎ   স্বেচ্ছাসেবী সংগঠন “স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ  “এর প্রতিষ্ঠাতা সভাপতি  মোহাম্মদ উল্লাহ রায়হান  দুলু।এই প্রতিষ্ঠানটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠিত লগ্ন থেকে  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি  পালন করে এলাকায়  বেশ জনপ্রিয় সংগঠন হিসেবে পরিচিত লাভ করে । এই সংগঠনটি  মুমূর্ষ রোগীদের  রক্ত সরবরাহ করে থাকে ।  তরুণরা যাতে মাদকের প্রতি আসক্ত না হয়  সেজন্য বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করে ।   বাল্যবিবাহ , যৌতুক তথা, সামাজিক অবক্ষয় সহ যাবতীয়  কুসংস্কারের বিরুদ্ধে  মানুষকে সচেতন করে তুলে। সব মিলিয়ে এলাকায় সকল সচেতন মহলের মানুষের কাছে  রোল মডেল হিসেবে পরিচিতি এখন  মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু । বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিয়াডাঙ্গীর

৫ নং দুওসুও  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা থাকলেও  সরকারি চাকরিজীবী  হওয়ার সুবাদে  প্রার্থী হতে পারে নি।  তবুও তার সমর্থকদের নির্বাচনী শো -ডাউন   মনে করে দিয়েছিল এলাকাবাসীকে  কতটুকু জনপ্রিয় হলে এ শো- ডাউন করা সম্ভব। এই তরুণ ক্লিন ইমেজ এর সংগঠক মোহাম্মদ উল্লাহ  রায়হান দুলু এখনো প্রতিনিয়ত মানুষের খোঁজ খবর রাখেন । সুখে- দুখে মানুষের পাশে থাকবার চেষ্টা করেন । মানুষকে সহযোগিতা করায় যেন এখন তার পেশা । এই সহজ- সরল মানুষটিকে মূল্যায়নের কমতি রাখে না এলাকাবাসী। বিভিন্ন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান,  ধর্মীয় অনুষ্ঠান সব জায়গাগুলোতে এখন যেন তার বিচরণ । এলাকাবাসী মনে করেন- আগামী দিনের  অভিভাবক এই ক্লিন ইমেজের  ব্যক্তি যেন হয় ।

একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু  বলেন -এই ক্ষণিকের   জীবনে চাওয়া -পাওয়া বলতে কিছু নেই আমার । মানুষের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই । নিজ সাধ্যমত মানুষের পাশে থাকতে চাই । জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততা রেখে জীবনের বাকি সময়টা কাটাতে চাই ।

শেয়ার করুন

আরো দেখুন......