সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
চট্রগ্রাম প্রতিনিধি:-গোপন সংবাদের ভিত্তিতে, চট্রগ্রাম মহানগরীর, বন্দর থানাধীন, মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত জুয়াড়িরা জুয়া খেলার আসর পরিবর্তন করে জমজমাট জুয়ার আসর পরিচালনা করার তথ্যের ভিত্তিতে ২ নং সাইড রিয়াজ বিল্ডিং এর দ্বিতীয় তলা ৩ নং রুম প্রকাশ কাইসারের অফিস হইতে জুয়া খেলা অবস্থায় দুই বান্ডিল তাস ও নগদ টাকা সহ ১৩ জন জুয়াড়ি গ্রেপ্তার করে, বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করেন হালিশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফয়সল সরোয়ার।
জুয়াড়িদের নাম, মো: লিটন (২৫), মো: আলী আব্বাস (২৭),মোঃ শাহিন(৪৫),মোঃ মুন্না(২৬),মোঃ রাশেদ(৩২),মোঃ নাঈম (২৬),মোঃসাইফুল(২৬),মোঃ ইমরান (৩০),মোঃ শাহিন(৩৩),মোঃ জাবেদ(২৭), মোহাম্মদ জাহেদ উল্লাহ (৩৩),মোহাম্মদ আমিনুল ইসলাম (২৭),মোহাম্মদ তারেক (২০)।