বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন
চট্রগ্রাম প্রতিনিধি:বুধবার (১৪ জুন) বিকাল ৩টা থেকে নগরীর কোতয়ালি থানাধীন কাজির দেউড়ি মোড়ে এ সমাবেশ শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ।
দুপুর থেকে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থান ছাড়াও কক্সবাজার, চকরিয়া, তিন পার্বত্য জেলা, ফেনীসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, ‘এই তারুণ্যের সমাবেশ থেকে নেতৃবৃন্দ দিক-নির্দেশনা দেবেন। তারা আগামীতে তরুণদের করণীয় নিয়ে বক্তব্য দেবেন। সমাবেশে আসা তরুণরা তা মেনে চলবেন।’
এদিকে, এ সমাবেশকে ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ কাজির দেউড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ জন্য কাজির দেউড়ি হয়ে চকবাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
এরপর ১৭ জুন বগুড়ায় (রাজশাহী ও রংপুর বিভাগ মিলে), ৭ জুলাই খুলনায়, ১৫ জুলাই বরিশালে, ২২ জুলাই সিলেটে এবং সর্বশেষ ২৯ জুলাই ঢাকায় এমন সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।