মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- দেশের সর্ববৃহত পেশাজীবি সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা কমিটির ২০২৩-২৫ টার্মের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান দেলওয়ার হোসেন বাবলু।
দেলওয়ার হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের আলিম উদ্দীনের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি, ২০১৩ সালে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ২০১৭ সালে গণপূর্ত অধিদফতরে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে চাকুরীতে যোগদান করেন।
বহুমুখী প্রতিভা ও অসাধারণ মানবিক গুণাবলীর অধিকারী , রাজশাহী গণপূর্ত বিভাগ -২ এর উপ-সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস), রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে আছেন। এর আগে বাপিডিপ্রকৌস, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা আইডিইবির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সাবেক এই ছাত্র নেতা পলিটেকনিকে অধ্যয়নকালে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি ছিলেন। স্কাউট আন্দোলনের মাধ্যমে নেতৃত্ব বিকাশের হাতেখড়ি স্কাউটিংয়ে দিনাজপুর জেলা ও রংপুর বিভাগের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।