সোমবার, ১২ মে ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার ২৭ শে এপ্রিল ২০২৩ ইং কৃষিতে বিশেষ অবদান রাখায় রাজশাহী বাঘা উপজেলা কৃষি অফিসারকে সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
বৃহসপতিবার ২৭ এপ্রিল দুপুরে স্কুল ফর হিউমিনিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষি অফিসারের কার্যালয়ে এই সন্মাননা স্বারক প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির ষপ্রতিষ্ঠাতা আব্দুল মান্নান সরকার উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের হাতে এই সন্মাননা স্বারক তুলে দেন।
কৃষি অফিসার শফিউল্লাহ সুলতা বলেন,কোন কাজের স্বীকৃতি স্বরুপ এই প্রথম সন্মাননা স্বারক পেলাম। এতে সামনে আরো ভাল কাজ করতে উৎসাহিত হব। উপস্থিত ছিলেন-আড়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ ফাউন্ডেশনের সভাপতি-সাধারন সম্পাদক ও অন্যান্য সদস্যগন।