বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি,গোপালগঞ্জ থেকে: – গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্ধ পাইয়ে দেওয়ার কথা বলে নেওয়া ঘুসের ৭০ হাজার টাকা ফেরত পাওয়ার পর এবার ঘরও পেলেন সেই অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনী বৈরাগী (২৫) । মঙ্গলবার এ ঘর বুঝিয়ে দেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু ।
জীবন-জীবিকা নির্বাহের জন্য পালিত শখের গরু বিক্রি করা ৭০ হাজার টাকা ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্যের ভাই অজিত সরকারকে ৭০ হাজার টাকা ঘুস দিয়েও প্রধানমন্ত্রীর দেওয়া
উপহারের জমিসহ ঘর বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের ফুলকুমারী গ্রামের স্বামী পরিত্যক্তা আমোদিনী বৈরাগী (২৫)। শুধু তাই নয় ঘুসের টাকা ফেরত চাওয়ায় হুমকি-ধমকি সহ নানাবিধ হয়রানির শিকার হয়েছেন
ভুক্তভোগী ওই নারী ও তার পরিবার। এই শিরোনামে দৈনিক অপরাধ সন্ধান পত্রিকায় ৬ই এপ্রিল-২০২৩ সংবাদ প্রকাশের পর মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলুর তৎপরতায় ও সাংবাদিকদের সহযোগিতায় রোববার অভিযুক্ত অজিত সরকার প্রধান মন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে নেয়া ৭০ হাজার টাকা ফেরত দেয়ার পর মঙ্গলবার অসহায় ওই স্বামী পরিত্যক্তা আমোদিনীর পরিবারকে একটি ঘরও বুঝিয়ে দিলেন । এসময় অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনী খুশিতে আত্মহারা হয়ে বার বার কেদে সবাই ধন্যবাদ জানান ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু অপরাধ সন্ধান পত্রিকাকে বলেন, বিষয়টি আমার নজরে আসলে যাচাই বাচাই করে দেখে উক্ত টাকা উদ্ধার করে অসহায় স্বামী পরিত্যক্তা আমোদিনীকে দেওয়া পর মঙ্গলবার ওই পরিবারকে একটি ঘরও বুঝিয়ে দিলাম। এ সময় উপস্থিত ছিলেন গোহালা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো:নজরুল ইসলাম মাতুব্বর, জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এস এম রকিব উদ্দিন, বিভিন্ন মিডিয়াতে কর্মরত গণমাধ্যম কর্মী,উপজেলা ইউএনও অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা,কর্মচারী,আমোদিনীর শিশুসন্তানও তার মাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।