রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: গত ৭ এপ্রিল,আনুমানিক ২২.২০ ঘটিকার সময় ডাকাতির প্রস্তুতি কালে ইপিজেড থানা পুলিশ তাদের এ গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে কর্তব্যরত এসআই সাজ্জাদ এএসআই মনিরুজ্জামান, এএসআই আল মামুন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালীন সময় নগরীর সিইপিজেড থানাধীন বন্দর টিলা আলীশাহপাড়া কবরস্থানের অন্ধকার গলির মুখ এলাকায় থেকে দুইটি ছোরাসহ বাবলু নাথ(৩০) পিতা- লঘুনাথ, মাতা- নিপু রানী দাশ, সাং- লালখান বাজার, মতিঝর্ণা, বাদল বাবুর বড় বাড়ী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম(ভাসমান), ২। কিরণ চন্দ্র জলদাশ(৪১), পিতা- অনীল চন্দ্র দাশ, মাতা- রানী বালা জলদাশ, সাং- আকমল আলী বেড়ীঁবাধ, জেলে পাড়া, সুইচ গেইটের উত্তর পাশে, মাহাবুবের ঘরের পাশে, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম(ভাসমান), ৩। মোঃ সুমন(২৫), পিতা- নবী মিয়া, মাতা- মোছাঃ রাশেদা বেগম, সাং- দামড়া, কাবিলার বাড়ী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, বর্তমানে- মাদারবাড়ী, ১নং গলি, ভুলু মিয়ার ভাড়াটিয়া, বেড়ারঘর, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম(ভাসমান), ৪। ইমন হাসান(১৯), পিতা- কামরুল শিকদার, মাতা-ইয়াছমিন বেগম, সাং-নদমোল্লা, শিকদার বাড়ী, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে-বন্দরটিলা, কাঁচা বাজারের পিছনে, সিদ্দিক ভিলা, থানা-ইপিজেড, জেলা দ্বয়কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি থানা সেকেন্ড অফিসার নিশ্চিত করে জানিয়েছেন গ্রেপ্তারকৃত আসামিরা পবিত্র ঈদকে সামনে রেখে দীর্ঘদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকায় সুযোগ বুঝে ছিনতাই ও ডাকাতিকাজে লিপ্ত রয়েছে এবং গোপন সংবাদ ছাড়াও ডিসি বন্দরের তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত ওসি আব্দুল করিম ও তদন্ত ওসির নির্দেশনা মতে আমাদের থানা এলাকায় ডাকাতি ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও টহল বাড়িয়ে দিয়েছে বলেও তিনি জানান।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গত ৮ এপ্রিল ইপিজেড থানায় মামলা নং ৬, ৩৯৯/৪০২ দ্বারায় রুজু করে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।