বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন
বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁ। নওগাঁর বদল গাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম (স্বপন) এর বিরুদ্ধে এস এম সালেহীন নামী এক অজ্ঞাত ব্যক্তিকে ঝাড়ঘরিয়া গ্রামের স্থায়ী এবং বর্তমান বাসিন্দা ও ঝাড়ঘরিয়া গ্রামেই তার মৃত্যু দেখে ভুয়া মৃত্যু সনদ দেওয়ার অভিযোগের শুনানী আগামী ০৬/০৪/২০২৩ ইং তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ১১ টায় ধার্য্য করা হয়েছে বলে অভিযোগ কারী বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সুএে জানা গেছে ।
কোলা ইউনয়ন পরিষদের সচিব আনজু আরা বেগম গত ২৯/০৩/২০২৩ ইং তারিখে এবং ৩০/০৩/২০২৩ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফেরদৌস হেসেন মোবাইল ফোনে উপরোল্লিখিত তারিখে ও কার্যালয়ে অভিযোগের শুনানীর দিন ধার্য করেছেন মর্মে মোবাইল ফোনে অভিযোগ কারী বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে অবগত করান বলে তিনি বলেন।সচিব আনজু আরা বেগম ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তারা বিষয়টি নিশ্চিত করেন।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ গত ১২/০৩/২০২৩ ইং তারিখে বদলগাছী ডাক অফিস থেকে গ্যারান্টিযুক্ত দ্রত ডাক সার্ভিসের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। এবং অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পাঠিয়েছেন বলে অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সাংবাদিকদের জানান।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ