শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
মোঃ ফরহাদ হোসেন,ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা, খুলনার ফুলতলা উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়্যাৎ এর নেতৃত্বে ১৩/০৩/২০২৩ সোমবার বেলা ০৩টায় খানজাহান আলী থানা এলাকার শিরোমনি বাজার, ইর্স্টাণগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে শিরোমনি বাজারের আশরাফের মুদি দোকানে দুই হাজার, জমজম ও রাহাত সুইটসে দুই হাজার এবং ইর্স্টাণগেটে রকিবুল ইসলামের মটর গ্যারেজে ১০ হাজার টাকাসহ মোট প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। তাছাড়া ভ্রাম্যমান আদালত বেশ কয়েকজন ব্যক্তি , প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করেন।
অভিযানকালে বিএসটিআই ইন্সপেক্টর রজ্ঞিত কুমার মল্লিক, বিএসটিআই ফিল্ড অফিসার দিপংকার কুমার দত্ত ও খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান উপস্থিত ছিলেন।
এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সকল প্রকার ওষুধের ফার্মেসিসহ দোকানপাট বন্ধ করে গা ঢাকা দেন ব্যবসায়ীর।