1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের চট্টগ্রাম- ১১ আসন”তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক সুমনের মনোনয়ন পত্র দাখিল গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কাবির মিয়া হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে হরতাল কর্মসূচীতে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ ১৪৭,ফুলপুর ২ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিলেন শরীফ আহমেদ। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা। শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চট্টগ্রামে তৃণমূল বিএনপি জোটের পক্ষে ৫ ও ১০ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও – ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপরে হামলা

বিদ্যুৎতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেন বান্দরবান জেলা বিএনপি

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪৫ জন দেখেছেন

মোঃআসাদুল ইসলাম আসাদ,বান্দরবান:-১১ই মার্চ শনিবার সকাল ১২টায়,বান্দরবান বাজারের মেইন রোডে বিদ্যুৎতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল,কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে  এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে র্নিদলীয় নিরপেক্ষ সরকারের  অধিনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদার  নিঃশর্ত মুক্তি  সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেন বান্দরবান জেলা বিএনপি।

এতে সভাপতিত্ত করেন, বান্দরবান জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য,  মিসেস মাম্যাচিং, তিনি বলেন,জিনিস পত্রের যে দাম বেড়েছে সেটা তো আপনার সবাই বুঝেন,একজন রিক্সাওয়ালা কে যে দামে চাউল কিনতে হয় একজন মধ্যেবিত্তকে সে দামে কিনতে হয়,একজন ব্যবসায়ি কেও সে দামে কিনতে হয়, এখন এমন অবস্থা হয়েছে,এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বলতে কি  যেমন চাউল, ডাল, তেল রয়েছে,ছেলে মেয়েদের শিক্ষা উপকরণ  রয়েছে, বিদ্যুৎ গ্যাস রয়েছে একটার সাথে একটা জড়িত, আপনারা জানেন,বিদ্যুৎতের দাম বৃদ্ধির কারনে আমাদের কৃষকেরা জমিতে ঠিক মত সেচদিতে পারেনা,তেলের দাম বাড়ায়, সব জিনিসের দাম বাড়ায়, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এ দেশের অবৈধ সরকারের প্রাধানমন্ত্রী বলেছেন কুমড়া দিয়ে বেগুনি খেতে সেই কুমড়ার দামও বেড়ে গেছে, কাঁঠাল দিয়ে বার্গার খেতে, আর ওনি ২০ রকমের তরকারি মাছ দিয়ে খাবার খায়,আর মানুষকে বলে কুমড়া দিয়ে বেগুনি খেতে, এরকম অবৈধ সরকার কে কি আর রাখা যায়, যায়না, আমি বান্দরবান বাসীকে অনুরোধ করবো,আপনার ও আন্দোলনে সামিল হন। এই অবৈধ সরকার কে ভোটের মধ্যেমে বিদায় করতে হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল আহম্মেদ, সহ-গ্রাম সরকার বিষয় সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,তিনি বলেন, এ দেশে ডাল,চাল,তেল, চিনি,বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের বাহিরে আমাদের বেঁচে থাকার জন্য যে ঔষধ সেবন করতে হয় সেই ঔষধের দাম ও বেড়েছে, এই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং যেই অবৈধ সরকার রয়েছে বিনা ভোটের সরকার হয়েছে, অবৈধ সংসদ, অবৈধ পার্লামেন্ট ভেঙ্গে, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবি ও দেশ নেত্রী খালেদা জিয়াসহ সকল নেতা কর্মীদের মুক্তির দাবিতে আজকের মানববন্ধন, আমাদের লরাই চলমান থাকবে অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, এ অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে রাজপথ উত্থান করে রেখেছেন, যেভাবে আপনারা লড়াইয়ে আন্দোলনে বান্দরবানের নেতাকর্মীরা ভুমিকা রাখেছেন,আগামীতেও রাখবেন।

বানববন্ধনে আরো বক্তব্যে রাখেন,বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,  জসিম উদ্দিন তুষার, বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি,  বাবু লুচিমাং, বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম সহ অনান্য নেতা কর্মীরা।

এসময়ে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী,সকল স্থরের জনগন সহ সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিন্দু।

শেয়ার করুন

আরো দেখুন......